• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ধাওয়ানের ব্যাটে ভারতে ফাইটিং স্কোর

স্পোর্টস ডেস্ক

  ০৬ মার্চ ২০১৮, ২১:১৮

শুরুতে দুই উইকেট হারিয়ে বেহাল অবস্থায় থাকা ভারতকে একাই ম্যাচে ফেরালেন অভিজ্ঞ শিখর ধাওয়ান। অভিজ্ঞ ধাওয়ানের মারকুটে অর্ধশতকে লঙ্কানদের ফাইটিং স্কোর দিয়েছে ভারত। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ১৭৪ রান।

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক। লঙ্কান অধিনায়কের ফিল্ডিংয়ের সিদ্ধান্তকে সম্মান দেখান লঙ্কান দুই বোলার দুশমন্থ চামারা ও নুয়ান প্রদীপ।

ব্যাটিংয়ে নেমে লঙ্কান বোলার চামারার চতুর্থ বলে দলীয় ১ রানে ব্যাক্তিগত রানের খাতা খোলার আগেই বিদায় নেন অধিনায়ক রোহিত শর্মা (০)। এরপর আবার আঘাত হানেন নুয়ান প্রদীপ। দ্বিতীয় ওভারের শেষ বলে সুরেশ রায়নাকে (১) সরাসরি বোল্ড করেন। তৃতীয় উইকেটে অপরপ্রান্তে থাকা ধাওয়ানের সঙ্গে জুটি বাঁধেন মনিশ পান্ডে। এ দুজন মিলে তৃতীয় উইকেট জুটিতে দলকে ৯৫ রানের জুটি উপহার দিলে দল সম্মানজনক স্কোর গড়ায় চোখ দেয়।

এর আগে উদ্বোধনী ব্যাটসম্যান শিখর ধাওয়ান ৬ চার ও সমান সংখ্যক ছয়ে ৪৯ বলে ৯০ রানের দুর্দান্ত এক ইনিংস উপহার দেন। এরপর দলীয় ১০৪ রানে পান্ডেকে গুণাথিলাকার ক্যাচ বানিয়ে ফেরান মেন্ডিস। তার আগে তিনি ৩৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।