• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ডাবল হ্যাটট্রিকের খাতায় মাশরাফি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ মার্চ ২০১৮, ১৮:৪৪

মাশরাফির বয়স কমছে নাকি বাড়ছে? এমন পারফরম্যান্সে বিস্ময় জাগাটা স্বাভাবিক। সাব-কন্টিনেন্টে ৩৫ বছর বয়সে টানা পারফর্ম করা তো দূরে থাক খেলাটাই কষ্টকর হয়ে দাঁড়ায়। তা যদি একজন বোলারের জন্য হয় সেটিতো অসম্ভব। সেখানে মাশরাফি বিন মুর্তজা অনন্য। সাথে আছে দুই পায়ের ৭টি বড় অপারেশন। ভাবা যায়!

এতসব ঝুকির তোয়াক্কা না করে দিব্যি খেলে যাচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেটে। পাশাপাশি আলো ছড়াচ্ছেন ঘরোয়া ক্রিকেটে। টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন গত বছর। এর পেছনে ছিল অভিমানও। যত যাই হোক, মাঠের খেলাটা ঠিকই উপভোগ করছেন বাংলাদেশ ক্রিকেটের ওয়ানডে অধিনায়ক। চলতি ঢাকা প্রিমিয়ার লিগে তারই প্রমান দিয়ে যাচ্ছেন তিনি।

গত ৭ ম্যাচে ১৯ উইকেট নিয়ে ছিলেন সবার শীর্ষে। আজ এক ধাক্কায় ১৯ নিয়ে গেলেন পঁচিশে। শীর্ষ উইকেট শিকারীর তালিকায় বাকি ১০ জন থেকে নিজেকে নিয়ে গেলেন ধরা ছোঁয়ার বাইরে।

পয়েন্ট টেবিলে তলানিতে থাকা অগ্রনী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে হারতে যাওয়া ম্যাচ জেতালেন একাই। ৯.৫ ওভার বোলিং করে মাত্র ৪৪ রান খরচায় নিয়েছেন ৬ উইকেট। শেষে ওভারে টানা চার বলে ৪ উইকেট নিয়ে করেছেন ডাবল হ্যাটট্রিক। শেষ ওভারে টানা ৪ উইকেটের সবাই আউট হন ক্যাচ দিয়ে।

--------------------------------------------------------
আরও পড়ুন: মাশরাফির ডাবল হ্যাটট্রিকে আবাহনীর জয়
--------------------------------------------------------

মাশরাফির আগে এক ওভারে টানা ৫ বলে ৫ উইকেট নেয়ারও নজির আছে দেশের ক্রিকেটে। এর আগে ২০১৩ সালে বিজয় দিবস ক্রিকেটে এই আবাহনীর বিপক্ষেই এক ওভারে ৫ উইকেট নেয়ার কৃতিত্ব অর্জন করেন বিসিবি একাদশের হয়ে খেলা আল আমিন।

এবারের ঢাকা লিগে মাশরাফি সহ হ্যাটট্রিক করেছেন আরও দুই বোলার। এরা হচ্ছেন আসিফ হাসান এবং মোহাম্মদ শরিফ।

লিস্ট ‘এ’ ক্রিকেটে মাশরাফির আগে আরো সাত জন এমন কৃতিত্ব অর্জন করেন। এরা হলেন- ১৯৭০ সালে ডার্বিশায়ায়ের হয়ে সাসেক্সের বিপক্ষে নিয়েছিলেন ফাস্ট বোলার অ্যালান ওয়ার্ড। এরপর ১৯৯৬ সালে ওয়ারউইকশায়ারের হয়ে দক্ষিণ আফ্রিকার শন পোলক, ১৯৯৯ সালে নটিংহ্যামশায়ারের হয়ে ওয়েস্ট ইন্ডিজের ভ্যাসবার্ট ড্রেকস, ২০০৭ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা, ২০১০ সালে গ্লস্টারশায়ারের হয়ে ডেভিড পেইন, ২০১৩ সালে এসেক্সের হয়ে গ্রাহাম নেপিয়ার এবং মাশরাফির আগে সবশেষ ২০১৪ সালে মহারাষ্ট্রের শ্রীকান্ত মুন্ধে। আন্তর্জাতিক ক্রিকেটে এমন কৃতিত্ব অর্জন করেছেন লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা।

মাশরাফিকে দিয়ে এবারের ঢাকা লিগে হ্যাটট্রিক হলো তিনটি। সব মিলিয়ে লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর ঢাকা লিগে হ্যাটট্রিক হলো মোট ৯টি।

লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে হ্যাটট্রিক:

বোলার

ম্যাচ

সাল

ভেন্যু

রুবেল হোসেন

গাজী ট্যাঙ্ক-ব্রাদার্স

২০১৩

বিকেএসপি

তাপস বৈশ্য

প্রাইম ব্যাংক-কলাবাগান

২০১৩

বগুড়া

শন উইলিয়ামস

ব্রাদার্স-কলাবাগান একাডেমি

২০১৩

ফতুল্লা

মোহাম্মদ শরীফ

গাজী-ব্রাদার্স

২০১৬

মিরপুর

মনির হোসেন

ভিক্টোরিয়া-ব্রাদার্স

২০১৭

বিকেএসপি (৪)

আফিফ হোসেন

আবাহনী-শেখ জামাল

২০১৭

বিকেএসপি (৪)

আসিফ হাসান

রূপগঞ্জ-শেখ জামাল

২০১৮

বিকেএসপি (৪)

মোহাম্মদ শরীফ

রূপগঞ্জ-গাজী

২০১৮

বিকেএসপি (৩)

মাশরাফি বিন মুর্তজা

আবাহনী-অগ্রণী ব্যাংক

২০১৮

ফতুল্লা

আরও পড়ুন:

এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি সুব্বা রাও আর নেই
যুক্তরাষ্ট্র ক্রিকেটের দায়িত্বে বাংলাদেশের বিশ্বকাপজয়ী সাবেক কোচ
হাথুরুসিংহের ঢাকায় ফেরা নিয়ে যা জানাল বিসিবি
দলে ফেরা প্রসঙ্গে শান্তকে যা বলেছেন তামিম
X
Fresh