• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

‘ফুটবলে সৌদি আরব-ইরানের বিরোধ টিকবে না’

স্পোর্টস ডেস্ক

  ০১ মার্চ ২০১৮, ২৩:৪২

দুই বছর ধরে চলা সৌদি আরব ও ইরানের মধ্যকার কূটনৈতিক বিরোধ ফুটবলে টিকবে না বলে মন্তব্য করলেন ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশনের(ফিফা) প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।

বৃহস্পতিবার ইরানের তেহরানে দেশটির ক্রীড়ামন্ত্রী মাসুদ সুলতানিফারের সঙ্গে অনুষ্ঠিত এক যৌথ সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি

জিয়ান্নি ইনফান্তিনো বলেন, এটি খুবই পরিষ্কার যে রাজনীতির বাইরে থাকবে ফুটবল। সারা পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে রাজনৈতিক বিরোধ রয়েছে। কিন্তু এর প্রভাব ফুটবল টুর্নামেন্টে পড়ার সুযোগ নেই।

তিনি বলেন, এই ধরনের পরিস্থিতির একমাত্র সমাধান হলো প্রত্যেক দেশকেই প্রতিটি প্রতিযোগিতায় হোম ও অ্যাওয়ে ম্যাচ খেলতে বাধ্য করা। তবে এক্ষেত্রে অবশ্যই নিরাপত্তার নিশ্চয়তা থাকতে হবে।

ফিফার অরাজনৈতিক মনোভাবেরও প্রশংসা করে মাসুদ সুলতানিফার বলেন, ইরান সম্পূর্ণ নিরাপদ একটি দেশ।

২০১৬ সালের জানুয়ারি থেকে দুই পক্ষের সম্পর্কে অচলাবস্থা সৃষ্টি হওয়ায় ইরানে গিয়ে ফুটবল খেলা থেকে বিরত থেকেছে সৌদি আরবের ক্লাবগুলো। এর ফলে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ইরানি ক্লাবের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যু হিসেবে ওমানে সরিয়ে নিতে হয়েছে।

কে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শনিবার
ইরান এতগুলো ক্ষেপণাস্ত্র ছুড়বে কল্পনাও করেনি ইসরায়েল
ইসরায়েলের বিরুদ্ধে ইরান একাই যথেষ্ট : চীন
X
Fresh