• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মেসি কিংবা নেইমারের হাতে বিশ্বকাপ!

স্পোর্টস ডেস্ক

  ২৮ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৩০

বর্তমান সময়ে যে কয়জন খেলোয়াড় ফুটবল মাঠ চষে বেড়াচ্ছেন তারমধ্যে লিওনেল মেসি, নেইমার ও ক্রিশ্চিয়ানো রোনালদো শীর্ষে। এরা সকলেই যে যার জায়গায় উদ্ভাসিত। রিয়াল মাদ্রিদের হয়ে একের পর এক রেকর্ড গড়ে পাঁচটি ব্যালন ডি'আর শোকেসে তুলেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো।

জাতীয় দলেও তার পারফর্ম্যান্স খুব খারাপ নয়। কিন্তু তারপরেও আসন্ন রাশিয়া বিশ্বকাপে নিজেদের ফেবারিট মানছেন না সিআরসেভেন। তার পছন্দের তালিকায় চিরপ্রতিদ্বন্দ্বী মেসির দল আর্জেন্টিনা এবং নেইমারের ব্রাজিল শীর্ষে! শীর্ষে থাকা আরও দুটি দলের নাম বলেছেন রোনালদো- জার্মানি এবং স্পেন।

ব্রাজিলের পর্তুগিজ ভাষার একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাতকার দিতে গিয়ে রোনালদো বলেছেন, বিষয়টা বাস্তবতা দিয়ে বিচার করতে হবে। বরাবরই কিছু দল থাকে যারা নামের কারণেই অনেক বড়- ব্রাজিল, স্পেন, জার্মানি ও আর্জেন্টিনা। আমরা ফেবারিট নই। তবে ফুটবলে অনেক কিছুই ঘটতে পারে। আমাদের প্রথম ম্যাচটাই হবে খুব কঠিন। স্পেনের বিপক্ষে খেলা আছে। স্পেন বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার অন্যতম যোগ্য দল। আমাদের ধাপে ধাপে এগুতে হবে। প্রথমে আমরা গ্রুপ পর্ব পার হওয়ার চেষ্টা করব। তারপর কী হয় তা দেখা যাবে।

রোনালদোর এই সোজাসুজি মন্তব্য শুনে ভক্তরা মন খারাপ করতে পারেন। কিন্তু পর্তুগিজ সুপারস্টার মাটিতে পা রেখেই নিজের মত প্রকাশ করেছেন। রোনালদো নিজে বিশ্বের মহাতারকা হলেও বিশ্বকাপ জিততে হবে দলীয় পারফর্ম্যান্সে। সেটা নিশ্চয়ই নিজের জাতীয় দলে এখনও খুঁজে পাননি সিআরসেভেন।