• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

নিদাহাসেও নেই সাকিব!

স্পোর্টস ডেস্ক

  ২৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৪৬

গত জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে লঙ্কানদের বিপক্ষে আঙ্গুলে চোট পেয়ে ছিটকে পড়েন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এতে লঙ্কানদের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ থেকেও বাদ পড়েন এই ক্রিকেটার।

আগামী ৬ মার্চ থেকে শ্রীলঙ্কায় শুরু হচ্ছে তিন জাতির টি-টোয়েন্টি সিরিজ নিদাহাস ট্রফি। এতে সাকিবকে অধিনায়ক করে ১৬ সদস্যের দলও ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। এবার লঙ্কানদের মাটিতেও খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।

বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, ৮-১০ দিন টানা বিশ্রাম পেলে পুরোপুরি ফিট হতে পারেন সাকিব। তবে প্রথম ম্যাচে তাকে না পাওয়ার বিষয়টিরও ইঙ্গিত দেন তিনি।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীর মতে, ফিজিওফেরাপি যদি ভালোভাবে যায় তবে একটু সম্ভাবনা রয়েছে। তবে এই মুহূর্তে যে অগ্রগতির ধারা তাতে খেলাটা কঠিন হয়ে দাঁড়াবে।