• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিশ্বকাপে মেসিকে নিষিদ্ধের দাবি!

স্পোর্টস ডেস্ক

  ২৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:০১

আধুনিক ফুটবলের সেরা খেলোয়াড় আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ফুটবলে তার রয়েছে অসংখ্য রেকর্ড। তার জাদুকরী প্রতিভায় যেকোনো প্রতিপক্ষ ধরাশায়ী হতে বাধ্য। কেননা, ম্যাচের যেকোনো মুহূর্তে পায়ের জাদুতে মেসি তার দলকে এনে দিতে পারেন দুর্দান্ত জয়।

লিওনেল মেসির জাদুকরী ফুটবলে কার্লোস কুইরোজ এতটাই মুগ্ধ যে, তার মনে হচ্ছে একজন মানুষের পক্ষে এমন খেলা সম্ভব না। ইরান কোচ তাই মজা করে বলেছেন, রক্তমাংসের মানুষ হিসেবে প্রমাণিত না হওয়া পর্যন্ত আর্জেন্টাইন ফরোয়ার্ডকে বিশ্বকাপে নিষিদ্ধ করা উচিত!

কারণ বিশ্বকাপের গত আসরে (২০১৪) ইরানের বিপক্ষে এমন কিছুই করেছিলেন মেসি। ম্যাচটি ০-০ তে ড্র হতে যাচ্ছিল। কিন্তু ইনজুরি সময়ে অতিমানবীয় মেসি একটি গোল করে দলকে এনে দেন কাঙ্ক্ষিত জয়।

আর আর্জেন্টিনার বিপক্ষের এই পরাজয়কে আজও ভুলতে পারেননি ইরানের কোচ কার্লোস কুইরোজ।