• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশ ফুটবল দল কাতার যাচ্ছে আগামীকাল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ ফেব্রুয়ারি ২০১৮, ২১:২১

বিকেএসপিতে অনুশীলনের প্রথম ধাপ শেষ করে দুই সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্পের জন্য বাংলাদেশ জাতীয় ফুটবল দল কাতার যাচ্ছে আগামীকাল।

এদিন বিকেল তিনটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশ ছাড়বে বাংলাদেশ দল। ২৮ ফেব্রুয়ারি থেকে ১৪ মার্চ পর্যন্ত কাতারে থাকবে তারা। সেখানে দুটি প্রস্তুতি ম্যাচ খেলারও কথা রয়েছে তাদের। তবে প্রস্তুতি ম্যাচ দুটি কোন কোন দলের বিপক্ষে তা এখনো চূড়ান্ত হয়নি।

১৪ মার্চ দেশে ফিরে ১৯ মার্চ থাইল্যান্ড যাবে লাল-সবুজের প্রতিনিধিরা। সেখানে এক সপ্তাহ অনুশীলনের পাশাপাশি খেলবে দুটি ম্যাচ। এরপর লাওসের উদ্দেশে রওনা হবে ২৫ মার্চ। ২৭ মার্চ লাওসের বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে তারা।

মঙ্গলবার কাতার সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয় দলের অস্ট্রেলিয়ান কোচ অ্যান্ড্রু ওর্ড বলেন, ২৭ মার্চ লাওসের বিপক্ষে লড়াইয়ের আগে তিনভাগে ট্রেনিং প্রোগ্রাম হবে। প্রথম ভাগ শেষ হলো, দ্বিতীয় ভাগ হবে কাতারে।

ক্যাম্পের জন্য ৩৬ জনের দল ঘোষণা করা হয়। তবে কাতার যাচ্ছেন ২৪ জন।

২৪ সদস্যের বাংলাদেশ দল

গোলরক্ষক : মাহফুজ হাসান প্রীতম, আনিসুর রহমান জিকু, আশরাফুল ইসলাম রানা।

রক্ষণভাগ : মনজুর রহমান মানিক, সাদ্দাম হোসেন অ্যানি, উত্তম কুমার বণিক, বিশ্বনাথ ঘোষ, তপু বর্মণ, রহমত মিয়া, নুরুল নাইয়ুম ফয়সাল, সুশান্ত ত্রিপুরা।

মধ্যমাঠ : মামুনুল ইসলাম মামুন, ফয়সাল মাহমুদ, আলী হোসেন, জামাল ভূঁইয়া, মো. ইব্রাহিম, মো. স্বাধীন, রহিম উদ্দিন, মাসুক মিয়া জনি, আবদুল্লাহ।

আক্রমণভাগ : বিপলু আহমেদ, আবু সুফিয়ান সুফিল, জাফর ইকবাল এবং তৌহিদুল আলম সবুজ।

ম্যানেজার : সত্যজিৎ দাস রুপু।

প্রধান কোচ : অ্যান্ড্রু ওর্ড।

সহকারী কোচ : মাহবুব হোসেন রক্সি।

গোলরক্ষক কোচ : জ্যাসন ব্রাউন।

ফিটনেস কোচ: মারিও লেমস।

ফিজিও : শজিব শামস বকসি।

ইন্টারপ্রেটর : অশিক রহমান সিদ্দিকী।

কিটম্যান : মো. মহসিন।

আরও পড়ুন:

কে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বমঞ্চে বক্সিংয়ে ইতিহাস গড়েছেন বাংলাদেশি জিন্নাত ফেরদৌস
ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চান রিয়াজ 
এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা, যা বললেন মিশা-ডিপজল
বাংলাদেশের স্পিন বোলিংয়ে বৈচিত্র্য আনতে চান মুশতাক
X
Fresh