• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

অধিনায়ক সাকিব, ডেপুটি মাহমুদুল্লাহ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:২৪

শ্রীলঙ্কার ৭০তম স্বাধীনতা দিবসে কলম্বোতে বসছে বাংলাদেশ ও ভারতকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। এতে সাকিবকে অধিনায়ক করে ১৬ সদস্যের দল ঘোষণা করা হয়েছে।

আজ সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বিষয়টি নিশ্চিত করেছেন।

মিরপুরে সাংবাদিকদের তিনি জানান, নিদাহাস ট্রফির জন্য দলের প্রধান কোচ হিসেবে থাকছেন দলের বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। সবশেষ সিরিজে দলেরে টেকনিক্যাল ডিরেক্টর পদে দায়িত্বপালনকারী খালেদ মাহমুদ সুজন এই সফরে ম্যানেজারের দায়িত্বে থাকছেন।

গেলো জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে লঙ্কানদের বিপক্ষে আঙ্গুলে চোট পেয়ে ছিটকে পড়েন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। এতে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ থেকেও বাদ পড়েন এই ক্রিকেটার।

এদিকে ঘরোয়া লিগে ভালো করায় দলে ফিরেছেন ইমরুল কায়েস, নুরুল হাসান সোহান, তাসকিন রহমান মেহেদী হাসান মিরাজরা। বাদ পড়েছেন লঙ্কানদের বিপক্ষে অভিষেক হওয়া আফিফ হোসেন, জাকির হাসান ও মেহেদি হাসান।

বাংলাদেশ স্কোয়াড

সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহি, আবু হায়দার রনি, নাজমুল ইসলাম অপু।

আরও পড়ুন:

ওয়াই/এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন সাকিব
জুয়ার বিজ্ঞাপনে দেশের সব তারকাকে ছাড়িয়ে সাকিব
সাকিব ও আমাকে নিয়ে মনের মাধুরী মিশিয়ে সংবাদ করা হচ্ছে : মেজর হাফিজ
যে প্রস্তাব ছিল সাকিবের, জানালেন মেজর হাফিজ
X
Fresh