• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

টি-টোয়েন্টিতে ফিরছেন না মাশরাফি: পাপন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:১৬

গেলো বছরের ৬ এপ্রিল শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে নামার আগে টি-টোয়েন্টি থেকে অবসর নেবার সিদ্ধান্ত নেন মাশরাফি বিন মুর্তজা। ক্যারিয়ারের শেষ ম্যাচে লঙ্কানদের বিরুদ্ধে অবিস্মরণীয় জয় পায় টাইগাররা। বাংলাদেশের করা ১৭৬ রানের জবাবে খেলতে নেমে ১৮ ওভারে ১৩১ রানে অলআউট হয় স্বাগতিকরা।

টাইগারদের ৪৫ রানের ওই জয়ের সিরিজ ১-১ ম্যাচে ড্র হয়। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ওই ম্যাচটির পর অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সিরিজে দুটি টি-টোয়েন্টি খেলতে নেমেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। নতুন অধিনায়ক সাকিব আল হাসানের নেতৃত্বে দুই ম্যাচেই হারতে হয় দলকে।

পরের মাসে শুরু হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর। সবশেষ এ আয়োজনে রংপুর রাইডার্সের আইকন হিসেবে মাঠে নামেন বাংলাদেশের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বল হাতে নিজের সেরাটা দেয়ার পাশাপাশি ব্যাট হাতেও উজ্জ্বল ছিলেন ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার। তার নেতৃত্বেই প্রথমবারের মতো শিরোপার দেখা পায় রংপুরের দলটি। পঞ্চম আসরে চতুর্থ শিরোপা উঁচিয়ে ধরেন নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি।

--------------------------------------------------------
আরও পড়ুন: সরফরাজকে তিন ফরম্যাটেই অধিনায়ক করতে চান কোচ
--------------------------------------------------------

চলতি বছরে সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহের নব্য শীষ্য লঙ্কানদের বিপক্ষে ফের টি-টোয়েন্টিতে মাঠে নামে টাইগাররা। চোটের কারণে ছোট ফরম্যাটের নিয়মিত দলপতি সাকিব না থাকায় এবার দলের হাল ধরেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ। এবারও ফলাফল আগের মতই। দুই ম্যাচেই হারতে হয়েছে বাংলাদেশ দলকে।

হাথুরু চলে যাবার পর দলের কোচ হিসেবে নিয়োগ পাননি কেউই। তাছাড়া দলের সবচেয়ে সিনিয়র সদস্য মাশরাফি না থাকায় টি-টোয়েন্টিতে বলতে গেলে অভিভাবকহীন হয়ে পড়ে টাইগার শিবির। আর তাই দলের প্রাণভোমরাকে নিয়ে জরুরি বৈঠকেও বসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। দেশ সেরা এই ক্রিকেটারতে ফিরে আসার আহ্বান জানানো হয়। এমনকি দলের মেন্টর হিসেবেও নিদাহাস ট্রফিতে সফর করতে বলা হয় তাকে ।

যদিও ম্যাশ সাফ জানিয়ে দিয়েছিলেন ফিরছেন না তিনি। বলেছিলেন, যেখান থেকে বিদায় নিয়েছি সেখানে আর ফেরার ইচ্ছে নেই।

সে অনুযায়ী বোর্ড প্রেসিডেন্ট আজ সোমবার জানিয়েছেন, টি-টোয়েন্টিতে ফিরছেন না মাশরাফি।

গেলো জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে আঙ্গুলে চোট পেয়ে ছিটকে পড়েন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। এতে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ থেকেও বাদ পড়েন এই ক্রিকেটার।

শ্রীলঙ্কার ৭০তম স্বাধীনতা দিবসে কলম্বোতে বসছে বাংলাদেশ ও ভারতকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। এতে সাকিবকে অধিনায়ক করে ১৬ সদস্যের দল ঘোষণা করা হয়েছে।

ফিরেছেন ইমরুল কায়েস। বাদ পড়েছেন লঙ্কানদের বিপক্ষে অভিষেক হওয়া আফিফ হোসেন, জাকির হাসান ও মেহেদি হাসান।

সাকিব আল হাসানকে (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাজমুল ইসলাম অপু, আবু হায়দার রনি, আরিফুল হক, আবু জায়েদ রাহী ও রুবেল হোসেন।

আরও পড়ুন:

ওয়াই/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেসির আগমন নিয়ে যা বললেন পাপন
ঐতিহাসিক সিরিজে টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ টাইগ্রেসরা
বিসিবি টিভি নিয়ে যা বললেন পাপন
‘বাণিজ্যিক পথে যাচ্ছে না বিসিবি’
X
Fresh