• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আমিরের আসনে ভাগ বসালেন জুনায়েদ

স্পোর্টস ডেস্ক

  ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১০:৫৪

পাকিস্তান সুপার লিগের(পিএসএল) ইতিহাসে দ্বিতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক করেছেন পাকিস্তানের পেসার জুনায়েদ খান। এর আগে এখানে একাই অবস্থান করছিলেন আরেক পাকিস্তানি মোহাম্মদ আমির।

পিএসএলের তৃতীয় আসরে শুক্রবার রাতে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মুলতান সুলতানসের হয়ে লাহোর কালান্দার্সের বিপক্ষে টানা তিন বলে তিন উইকেট নেন জুনায়েদ।

এর আগে ২০১৬ সালে পিএসএলের প্রথম আসরে প্রথম বোলার হিসেবে হ্যাটট্রিক করেছিলেন আরেক পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। মজার বিষয়, সেবারও প্রতিপক্ষ ছিল লাহোর কালান্দার্স!

১৭তম ওভারের তৃতীয় বলে ইয়াসির শাহকে ফিরিয়ে জুনায়েদের হ্যাটট্রিক-যাত্রা শুরু। ডানহাতি পেসারের বাউন্সার পুল করতে গিয়ে টপ-এজ হয়ে বল আকাশে তোলেন ইয়াসির। সহজ ক্যাচ নেন উইকেটকিপার কুমার সাঙ্গাকারা।