• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

উয়েফা ইউরোপা লিগের শেষ ষোলোর দলসমূহ

স্পোর্টস ডেস্ক

  ২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৫৪

গতকাল (বৃহস্পতিবার) রাতেই শেষ হয়ে গেছে উয়েফা ইউরোপা লিগের রাউন্ড অব ৩২ এর খেলা। নিশ্চিত হয়েছে শেষ ষোলোর লাইন-আপ। শেষ ষোলোর প্রথম লিগ হওয়ার সম্ভাব্য তারিখ ৮ মার্চ। আর ফিরতি লেগের সম্ভাব্য তারিখ ১৫ মার্চ। আজ শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে শেষ ষোলোর ড্র। আর ১৬ মার্চ হতে পারে কোয়ার্টার ফাইনালের ড্র।

উয়েফা ইউরোপা লিগের শেষ ষোলোর ড্রয়ে কোনো শীর্ষ বাছাই কিংবা দেশের প্রতিবন্ধকতা নেই। তাই ১৬টি দলই এক পাত্রেই থাকবে। একই দেশের দুটি ক্লাব মুখোমুখি হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তবে উয়েফার নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রাশিয়া ও ইউক্রেনের দলগুলো একসঙ্গে পড়তে পারবে না। ড্রতে যে দলের নাম আগে উঠবে প্রথম লেগ তার মাঠেই হবে।

--------------------------------------------------------
আরও পড়ুন: নিদাহাস ট্রফিতে দর্শক হবেন কোহলিরা!
--------------------------------------------------------

চলুন দেখে নেয়া যাক শেষ ষোলোতে উঠল কারা:
এসি মিলান (ইতালি), আর্সেনাল (ইংল্যান্ড), অ্যাথলেটিক বিলবাও (স্পেন), অ্যাথলেটিকো মাদ্রিদ* (স্পেন), সিএসকেএ মস্কো* (রাশিয়া), বরুশিয়া ডর্টমুন্ড* (জার্মানি), ডায়নামো কিয়েভ (ইউক্রেন), লাৎসিও (ইতালি), লেইপজিগ* (জার্মানি), লোকোমোটিভ মস্কো (রাশিয়া), লিয়ন (ফ্রান্স), মার্সেলি (ফ্রান্স), প্লিজেন (চেক রিপাবলিক), এফসি রেড বুল সালসবার্গ (অস্ট্রিয়া), স্পোর্টিং লিসবন* (পর্তুগাল), জেনিত (রাশিয়া)

* তারকা চিহ্নিত দলগুলো চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বে তৃতীয় হয়ে শেষ ৩২ এ এসে সেখান থেকে জিতে শেষ ষোলোতে এসেছে। নিয়মানুযায়ী চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বে তৃতীয় হওয়া আটটি দল উয়েফা ইউরোপা লিগের রাউন্ড অব ৩২ তে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পায়। ৮টি দলের মধ্যে ৫টি দল শেষ ষোলোতে এসেছে। ৩টি বিদায় নিয়েছে (সেল্টিক, নাপোলি ও স্পার্টাক মস্কো)।

আরও পড়ুন:

এএ/এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২০২৬ বিশ্বকাপে জার্মানির কোচ নাগেলসমান
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শনিবার
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট ‘গিনেস বুকে’ স্থান পাবে : প্রতিমন্ত্রী
টিভিতে আজকের খেলা
X
Fresh