• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

কাল থেকে শুরু ১৪ পেসার নিয়ে বিশেষ ক্যাম্প

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৫৯

নতুন বছরের শুরুতে ঘরের মাঠে পেসারদের পারফম্যান্সে সন্তুষ্ট নয় বিসিবি। তাই শ্রীলংকার মাটিতে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য ১৪ জন পেসারকে নিয়ে আগামীকাল থেকে ক্যাম্প শুরু হচ্ছে। এই ক্যাম্পে পেসারদের পাশাপাশি পাঁচ ব্যাটসম্যানকেও রাখা হয়েছে।

আগামী মাস থেকে শ্রীলঙ্কার মাটিতে শুরু হবে নিদাহাস ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। যাতে লঙ্কানদের সাথে অংশ নিবে বাংলাদেশ এবং ভারত। তাই শুক্রবার থেকে টাইগারদের নিয়ে শুরু হবে বিশেষ ক্যাম্প।

যদিও এই ক্যাম্প আজ থেকে শুরু হওয়ার কথা ছিলো কিন্তু সব কিছু গুছিয়ে উঠতে না পারায় আগামীকাল শুক্রবার থেকে শুরু হবে বলে জানিয়েছেন বিসিবির টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

উল্লেখ্য, এই ক্যাম্প চলবে আগামী ৩ মার্চ পর্যন্ত।অনুশীলন চবে প্রতিদিন সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত।

১৪ জন পেসার: রুবেল হোসেন, এবাদত হোসেন, খালিদ আহমেদ, কাজী অনিক, হোসেন আলী, মোহাম্মদ রবিউল, কামরুল ইসলাম রাব্বী, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি, আবুল হাসান রাজু, মুস্তাফিজুর রহমান, আবু জায়েদ রাহী ও তাসকিন আহমেদ

পাঁচ জন ব্যাটসম্যান: ইমরুল কায়েস, সৌম্য সরকার, আরিফুল হক, জাকির হোসেন ও সাব্বির রহমান।

আরও পড়ুন:

এএ/এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লঙ্কা প্রিমিয়ার লিগে দল কিনল বাংলাদেশি প্রতিষ্ঠান
১৬০০ মিটার দৌড়ে যেমন করলেন টাইগাররা
প্রায় ১৯ বছর পর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পা রাখলেন ক্রিকেটাররা
অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের প্রতিনিধি দলের ঢাকা সফর
X
Fresh