• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

শাড়িতে ভারতীয় নারীদের না!

স্পোর্টস ডেস্ক

  ২১ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:২৭

অলিম্পিক্স, এশিয়ান গেমস কিংবা কমনওয়েলথ গেমসের মঞ্চে যখন দেশের প্রতিনিধি হিসেবে ভারতীয় দলের অ্যাথলেটরা যেতেন তখন পুরুষরা ব্লেজার ও ট্রাউজারস পড়লেও নারী অ্যাথলেটরা শাড়িই পরতেন। কিন্তু এবার থেকে আর সেটা হবে না। গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসে ইন্ডিয়ান অলিম্পিক্স সংস্থার (আইওএ) উদ্বোধনী অনুষ্ঠানে নারীদের জন্য এবার শাড়ি এবং ব্লেজারের পরিবর্তে পোশাক হিসেবে ব্লেজার এবং ট্রাউজার বেছে নিয়েছে।

অ্যাথেলেটদের প্রতিনিধি এবং সংস্থার কর্তাদের সঙ্গে আলোচনার পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে।
--------------------------------------------------------
আরও পড়ুন: ভালোবাসা দিবসে স্বামীর দেয়া ১০ ডলার হয়ে গেলো লাখ ডলার
--------------------------------------------------------

বিবৃতিতে আইওএ জানিয়েছে, ২০১৮ গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসে ভারতের নারী অ্যাথলেটরা ব্লেজার এবং ট্রাউজার পরবেন।

এবার এপ্রিলের ৪ থেকে ১৫ তারিখ পর্যন্ত হবে গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমস। তাতে অংশ নেবে ২২৫ জন নারী অ্যাথলেট।

যেহেতু প্রফেশনাল অ্যাথলেটরা খুব বেশি শাড়ি পরেন না সেহেতু এই পোশাকটিতে তারা স্বাচ্ছন্দবোধ করেন না। আর অ্যাথলেটদের বাড়তি স্বাচ্ছন্দ্য দিতেই আইওএ এই ধরণের সাহসী সিদ্ধান্তের পথে হাঁটছে।

সংস্থার সচিব রাজীব মেহেতার কথাতেই এই বিষয়টি পরিষ্কার হয়ে গেছে। তিনি বলেন, অ্যাথলেটদের দীর্ঘক্ষণ শাড়ি পরে থাকতে সমস্যা হয়। উদ্বোধনী অনুষ্ঠান প্রায় ৪-৫ ঘণ্টা ধরে চলে। পাশাপাশি শাড়ি পরিয়ে দেয়ার লোকও দরকার হয়। এই সব অসুবিধা কাটাতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আইওএ সচিব জানান, এই সিদ্ধান্ত অনুযায়ী নারী অ্যাথলেটরা ঘন নীল রঙের ব্লেজার ও ট্রাউজার পড়বেন দলের পুরুষ সদস্যদের মতোই।

তবে এই পোশাক পরিবর্তনে আবার বিভিন্ন মত দিয়েছেন ভারতীয় অ্যাথলেটরা।

শ্যুটার হিনা সিধু জানিয়েছেন, ব্লেজার আর ট্রাউজার নিশ্চিতভাবে স্বাচ্ছন্দ্য দেয়, তবে সেটা একটু বেশি পুরুষসুলভ তবে যদি ব্লেজার ও স্কার্ট পরতে দেওয়া হত তাহলে আরও ভালো হত।

অন্যদিকে শাটলার জ্বওলা গুট্টা জানিয়েছেন, তার খুব পছন্দের পোশাক শাড়ি। তার মনে এটা পরে হাঁটলে তাঁকে ভারতীয় বলে মনে হত। ফলে অ্যাসোসিয়েশান তাঁদের স্বাচ্ছন্দ্য দিতে পারত যাতে তাঁরা নিজেদের পছন্দের পোশাক পরতে পারেন।

আরও পড়ুন:

ওয়াই/এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যত টাকা বেতন পান আনুশকা-বিরাটের দেহরক্ষী
চলতি আসরে প্রথম সেঞ্চুরির দেখা পেল আইপিএল
বিপিএল ব্যর্থতার পর ডিপিএলে উড়ন্ত সূচনা মাশরাফীর
সেঞ্চুরি করে সাকিব-মাশরাফিদের স্পর্শ করলেন তাসকিন
X
Fresh