• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সাকিবের পরিবর্তে পেশোয়ারে সাব্বির

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৩৮

বৃহস্পতিবার থেকে পর্দা উঠতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) তৃতীয় আসরের। বিগত আসরের মতো এবারের আসরেও থাকছে একাধিক বাংলাদেশি ক্রিকেটার। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, এনামুল হক বিজয়ের পর এবারের আসরে দল পেয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তার সঙ্গে শেষ মুহূর্তে যুক্ত হলেন জাতীয় দলের হার্ড-হিটার ব্যাটসম্যান সাব্বির রহমান।

এবারের আসরে পেশোয়ার জালমির হয়ে খেলবেন মারকুটে মেজাজে ব্যাট করতে পছন্দ করা এ ব্যাটসম্যান। মূলত বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের হাতের ইনজুরিতেই কপাল খুলেছে ২৬ বছর বয়সী সাব্বিরের।

বুধবার পাকিস্তান সুপার লিগের অফিসিয়াল টুইট বার্তায় জানানো হয়েছে, হাতের ইনজুরির কারণে সাকিব খেলতে না পারায় তার জায়গায় আরেক বাংলাদেশি সাব্বির রহমানকে অন্তর্ভুক্ত করেছে পেশোয়ার জালমি।

পিএসএলের বর্তমান চ্যাম্পিয়ন পেশোয়ার জালমির হয়ে এবারের আসর মাতানোর কথা থাকলেও হাতের চোটের জন্য খেলা হচ্ছে না সাকিবের। আর এজন্য তার বদলি হিসেবে পিএসএল মাতাতে বাংলাদেশ থেকে পেশোয়ারের স্কোয়াডে ডাকা হয়েছে ডানহাতি এ ব্যাটসম্যানকে। পিএসএলের পর্দা বৃহস্পতিবার উঠলেও, একদিন পর থেকে শুরু হবে সাব্বিরদের এবারের আসরের যাত্রা।

সাব্বিরের সাথে একই দলে রয়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। গতরাতে পিএসএল খেলতে মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান ও মুস্তাফিজুর রহমান এক সাথে দেশ ছাড়লেও, ভিসা জটিলতায় যাওয়া হয়নি তার। ধারণা করা হচ্ছে দিন-চারেকের মধ্যেই পিএসএল খেলতে দুবাইয়ের উদ্দেশে দেশ ছাড়বেন তামিম।

এখনও পর্যন্ত পিএসএলে মোট চারজন বাংলাদেশি ক্রিকেটার- সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ ও এনামুল হক বিজয়ের খেলা হয়েছে। এবার তাই সংখ্যাটা বাড়ার অপেক্ষা। প্রসঙ্গত, এবারের আসরে তামিম ইকবাল ও সাব্বির রহমান খেলবেন বর্তমান শিরোপা জয়ী দল পেশোয়ার জালমির হয়ে। অন্যদিকে রিয়াদ মাঠ মাতাবেন তার পুরনো দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে আর মুস্তাফিজ খেলবেন লাহোরের জার্সিতে।

পিএসএল পর্ব শেষে আসছে মার্চ মাসের ৪ তারিখ জাতীয় দলের সাথে নিদাহাস ট্রফি খেলতে শ্রীলঙ্কায় যোগ দেবেন জাতীয় দলের ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটাররা। সরাসরি দুবাই থেকেই লঙ্কায় পাড়ি জমানোর কথা রিয়াদ-মুস্তাফিজদের।

আরও পড়ুন:

এএ/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি সুব্বা রাও আর নেই
যুক্তরাষ্ট্র ক্রিকেটের দায়িত্বে বাংলাদেশের বিশ্বকাপজয়ী সাবেক কোচ
হাথুরুসিংহের ঢাকায় ফেরা নিয়ে যা জানাল বিসিবি
দলে ফেরা প্রসঙ্গে শান্তকে যা বলেছেন তামিম
X
Fresh