• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

টি-টোয়েন্টিতে ফিরছেন না মাশরাফি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৫৯

ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ, টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে পরাজয়ের পর একজন যোগ্য নেতার অভাব ছিলো সবচেয়ে বেশি। তাই দলের যোগ্য নেতা হিসেবে মাশরাফি বিন মুর্তজাকে টি-টোয়েন্টিতে আবারও ফিরে পেতে মরিয়া ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এমনকি সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনও মাশরাফিকে টি-টোয়েন্টিতে ফেরানোর ব্যাপারে কথাও বলেন।

তবে যে ফরম্যাট থেকে অবসর নিয়েছেন, সেখানে আবারও ফেরার কোনো সম্ভাবনা নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন স্বয়ং মাশরাফি। বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে মাশরাফি এমন অভিমত ব্যক্ত করেন।

ভবিষ্যতে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার ইচ্ছে নেই জানিয়ে ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত দেশসেরা পেসার মাশরাফি বলেন, টি-টোয়েন্টি খেলার আসলেই ইচ্ছে নেই। যেহেতু ছেড়েই দিয়েছি। আর আমার মনে হয়, উঠতি তরুণদের সুযোগ করে দেয়ার এটা খুব ভালো সময়। যদি খেয়াল করেন এখন আবু হায়দার রনি এবং আবু জায়েদ রাহি আসছে। ওদের জন্য এটা অনেক বড় সুযোগ যে টি-টোয়েন্টি থেকে জাতীয় দলে জায়গা তৈরি করা ও দলকে লম্বা সময় সার্ভিস দেয়ার। আর এই জায়গা থেকেই আমার ছেড়ে দেয়া।

--------------------------------------------------------
আরও পড়ুন: পিএসএল খেলতে দুবাইয়ে রিয়াদ-মুস্তাফিজ-সাব্বির
--------------------------------------------------------