• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মেসির ব্লু গেরো কাটানো গোলে বার্সার স্বস্তি

স্পোর্টস ডেস্ক

  ২১ ফেব্রুয়ারি ২০১৮, ০৮:৩৩

৬ বছর পর স্ট্যামফোর্ড ব্রিজে আবার মুখোমুখি চেলসি ও বার্সেলোনা। সব ছাপিয়ে আলোচনার বিষয় ছিলো ৬৫৫ মিনিটের গোল খরা ব্লুদের বিপক্ষে কাটাতে পারবেন কি মেসি? অবশেষে ৭৩০ মিনিটে সেই কাঙ্ক্ষিত গোল খরা কাটালেন। সঙ্গে স্বস্তি আনলেন বার্সা শিবিরে।

দুঃস্বপ্নের এক রাত কাটানোর পথেই এগিয়ে যাচ্ছিল বার্সেলোনা। উইলিয়ানের গোলে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে জয়ের সুবাস পাচ্ছিল চেলসি। কিন্তু না মেসি শো যে তখনও বাকি ছিল!

আর্জেন্টাইন জাদুকর নিজের জাদুকরি কারিশমা দেখালেন ম্যাচের শেষ দিকে। তাতেই এগিয়ে থেকে চেলসির মাঠ থেকে হাসিমুখে বিদায় নিল বার্সেলোনা। দুই দলের প্রথম লেগ অমীমাংসিত থাকলো ১-১ গোলে। ম্যাচে এগিয়ে থেকেও শেষ মুহূর্তের গোলে জয়বঞ্চিত চেলসি।

জয়বঞ্চিত হওয়ায় চেলসির খেলোয়াড়দের হতাশা ছিল চোখে-মুখে। সবচেয়ে বেশি হতাশ ছিলেন ব্রাজিলিয়ান উইলিয়ান। দুই-দুইবার তার নেয়া শট ফিরে আসে পোস্টে লেগে। প্রথমবার ৩৩ মিনিটে। এডেন হ্যাজার্ডের পাস থেকে বল পেয়ে ডি বক্সের বাইরে থেকে ডান পায়ে শট নেন উইলিয়ান। বল ডান পোস্টে লেগে চলে যায় বাইরে।