• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

৬৫৫ মিনিটের আক্ষেপ কি ঘুঁচবে আজ?

স্পোর্টস ডেস্ক

  ২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৫৭

টেস্ট ক্রিকেটে ৯৯.৯৪ ব্যাটিং গড় নিয়ে থেমে যেতে হয়েছিল কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যান কে। টেনিসে উইম্বলডনও কখনও জেতা হয়নি ইভান লেন্ডলের। ফুটবলেও কি সে রকম ভাবেই লিওনেল মেসি গোলহীন থেকে যাবেন চেলসির বিরুদ্ধে?

মেসি ফুটবলের জাদুকর। বিশ্বের সব ফুটবলারের জন্যই এক অনুকরণীয় আদর্শ আর্জেন্টাইন এই তারকা। তাই তো প্রায়ই সব ফুটবলবোদ্ধা এবং খেলোয়াড় মেসির প্রশংসায় পঞ্চমুখ। ইতিহাসের সেরা খেলোয়াড় হিসেবে মেসিকেই মানেন তারা।

বর্তমানে নিজের ফুটবল শৈলী দিয়ে বিশ্বকে মাতিয়ে করে রেখেছেন এলএমটেন। লিও মেসি মানেই পায়ের জাদুতে মোহিত হবে ফুটবল বিশ্ব। তটস্থ থাকবে প্রতিপক্ষের ডিফেন্স, গোলরক্ষক। ম্যাচে হবে গোলের ফুলঝুড়ি। গোল করবেন আবার সতীর্থদের দিয়ে গোল করাবেন। ফুটবল মাঠে থাকবে শিল্পীর ছোঁয়া। কিন্তু তিনিই কিনা চেলসি মুখোমুখি হলে খেই হারিয়ে ফেলেন।

পিটার চেক তার জন্য হয়ে পড়েন চীনের প্রাচীর। তাকে পরাস্ত করা যেনো মেসির পক্ষে কোনভাবেই সম্ভবপর না।