• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ভারতের জয়যাত্রা অব্যাহত

স্পোর্টস ডেস্ক

  ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ০৮:১২

ওয়ানডে সিরিজে দুরন্ত পারফরম্যান্সের পর টি-টোয়েন্টিতেও জয়ের ধারা অব্যাহত রেখেছে ভারত। রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৮ রানে জয় পেয়েছে বিরাট কোহলি নেতৃত্বাধীন দলটি। ব্যাটে ঝড় তুললেন শিখর ধাওয়ান। বল হাতে ছোট ফরম্যাটে পাঁচ উইকেট নিয়ে উজ্জ্বল ভুবনেশ্বর কুমার।

জোহানেসবার্গে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। আসলে এই মাঠে টি-টোয়েন্টিতে যে দল তাড়া করে তারাই জেতে এই পরিসংখ্যানের কথা মাথায় রেখেই ভারতীয় ব্রিগেডকে ব্যাট করতে পাঠায়।

এদিন নেমেই রানের আক্রমণাত্মক শুরু করেন দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। মাত্র ৯ বলে ২১ রান করলেও আউট হয়ে যান রোহিত।

এরপর শুরু হয় ‘গাব্বার’ খ্যাত ধাওয়ানের ধামাকা শো। মাত্র ৩৯ বলে ৭২ রান করেন এই ওপেনার। ১০ টি চার ও ২ টি ছয় মারেন বাম-হাতি এই ব্যাটসম্যান। যেভাবে এগুচ্ছিলেন তাতে শতরান করে ফেলারও একটা জোরালো সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু আনদিলে ফেলুকায়ুর বলে স্কুপ শট মারতে গিয়ে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে দেন ধাওয়ান।