• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

সৌম্যর সঙ্গী তামিম!

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ২১:০৩

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে চোটের কারণে ছিটকে পড়েন তামিম ইকবাল। ছোট ফরম্যাটের অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান না থাকায় আগে থেকেই পিছিয়ে ছিল বাংলাদেশ দল। ওই ম্যাচে দুর্দান্ত সূচনা করেও বোলারদের ব্যর্থতায় হারতে হয় স্বাগতিকদের।

আগামীকাল রোববার সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে নামছে টাইগাররা। দলের জন্য সুসংবাদ হচ্ছে মাঠে ফিরতে পারেন তামিম ইকবাল। আজ শনিবার সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।

এদিন ব্যাটিং অনুশীলন করতেও দেখা গেল তামিমকে। প্রায় পৌনে এক ঘণ্টার মতো ব্যাটিং অনুশীলন করেছেন বাঁহাতি ব্যাটসম্যান। নতুন কিছু না হলে দ্বিতীয় ম্যাচে তার খেলা একরকম নিশ্চিতই।

গেলো মঙ্গলবার নেটে ব্যাটিং অনুশীলনের সময় বাঁ হাতের পেশীতে চোট পেয়েছিলেন ড্যাশিং ওপেনার খ্যাত তামিম। তাই বৃহস্পতিবার মিরপুরে প্রথম টি-টোয়েন্টিতে নামতে পারেননি এই তারকা ব্যাটসম্যান।

আগমীকাল বিকেল ৫টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শেষ ম্যাচে সৌম্য সরকারের সঙ্গে ওপেন করতে দেখা যাবে তামিমকে।

মাহমুদুল্লাহ বলেছেন, তামিমের অবস্থা এখন অনেক ভালো। আশা করি, সে ফিট হয়ে যাবে। সে আগামীকাল খেলবে ইনশাআল্লাহ।

আরও পড়ুন:

ওয়াই/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোস্তাফিজের চেন্নাইয়ের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
টেস্ট অভিষেকেই আইসিসি থেকে সুসংবাদ পেলেন হাসান 
বড় হারে সিরিজ শেষ বাংলাদেশের
পরাজয়ের শঙ্কা নিয়ে চতুর্থ দিন পার বাংলাদেশের
X
Fresh