• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভূতুড়ে ম্যাচে অস্ট্রেলিয়ার জয়

স্পোর্টস ডেস্ক

  ১৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:০৪

একদিন আগেই হেসে খেলে বাংলাদেশের ১৯৩ রান টপকে যায় শ্রীলঙ্কা। তখন কথা উঠেছিল বাংলাদেশের বোলারদের বোলিং নিয়ে। প্রশ্ন উঠেছিল আসলে কত রান করলে ম্যাচটি জিততে পারতো বাংলাদেশ।

একদিন না যেতেই সেই একই কাঠগড়ায় নিউজিল্যান্ড। ২৪৪ রানের টার্গেট টি-টোয়েন্টির জন্য যা বিশ্ব রেকর্ডও বটে। কারণ এর আগে এতো রান চেজ করে কেউই জয়লাভ করেনি। এর আগের রেকর্ডটি ছিল ২৩৬ রান টপকে জয়। যা ওয়েস্ট ইন্ডিজ ২০১৫ সালের ১১ জানুয়ারি স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেছিল।

আগের দিন যদি বাংলাদেশের বোলাররা নিম্নমানের বল করে থাকে তাহলে আজ কিউই বোলারদের কি বলা যায়?

শুক্রবার অকল্যান্ডের ইডেন পার্কে অনুষ্ঠিত ম্যাচটিতে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ২৪৩ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। কিউই ওপেনার মার্টিন গাপটিল সেঞ্চুরি করেন। ৫৪ বল খেলে ছয়টি চার ও নয়টি ছক্কার সাহায্যে ১০৫ রান করেন তিনি। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি।