স্পোর্টস ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৪০
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৮, ১২:১১
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৮, ১২:১১
মেসিকে পিএসজিতে নেয়ার তাগিদ নেইমারের!

--------------------------------------------------------
আরও পড়ুন: উয়েফা ইউরোপায় আর্সেনাল ও অ্যাথলেটিকোর জয়
-------------------------------------------------------- ব্রাজিলিয়ান তারকা বলেন, বার্সেলোনায় আমি মেসির সঙ্গে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছি। তারা কি প্রত্যাশা করে যে, আমি একাই এটা ছিনিয়ে আনবো? তারা মেসিকে আনতে পারলে হয়তো ভবিষ্যতে এই শিরোপা ঘরে তুলতে পারবে। ওদিকে প্রথম লেগের ম্যাচে হারলেও রিয়ালকে হটাতে মন্ত্রণা দিয়ে যাচ্ছেন সাবেক সতীর্থ লিওনেল মেসি। প্রথম লেগের ম্যাচ শেষে নেইমারকে ফোন দিয়ে মেসি বলেন, চ্যাম্পিয়নস লিগে এখনো ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রয়েছে পিএসজির। এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগ ব্যাতিত রিয়ালের অবস্থা খুব একটা ভালো নয়। পিএসজির বিপক্ষে দলটি জিততে পারবে কি না তা নিয়েও শঙ্কা ছিল। এমনকি ম্যাচটিতে জিদানের দল প্রথম পিছিয়েও পড়ে। পরে পেনাল্টি থেকে সমতায় ফিরে জয় পায় তারা। ডন ব্যালন তাদের এক প্রতিবেদনে দাবি করেছে, পিএসজি-রিয়াল ম্যাচ ঘিরে বার্সেলোনা খেলোয়াড়দের তুমুল আগ্রহ ছিল। ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ পর নেইমারকে ফোন করে দ্বিতীয় লেগের জন্য মেসি উৎসাহ দেন। শেষ ষোলোর প্রথম লেগে বার্সাকেও কঠিন পরীক্ষায় পড়তে হবে। তাদের লড়তে হবে ইংলিশ চ্যাম্পিয়ন চেলসির বিপক্ষে। ২১ ফেব্রুয়ারি বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় মুখোমুখি হবে দুই দল। আরও পড়ুন: এএ/জেবি