• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

টি-টোয়েন্টিতে মুশফিকের দ্বিতীয় অর্ধশত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:২৪

দলীয় শতরানে জীবন মেন্ডিসের করা পরপর দুই বলে টি-টোয়েন্টির প্রথম অর্ধশত করা সৌম্য ও অভিষিক্ত আফিফ ফিরে গেলেও অপর প্রান্তে থেকে যান মুশফিক। শেষ পর্যন্ত অধিনায়ক মাহমুদুল্লাহ কে সঙ্গে নিয়ে দল কে এগিয়ে নেয়ার দায়িত্ব কাঁধে তুলে নেন মুশফিক।

সৌম্য ও আফিফের বিদায়ের পর দেখেশুনে বলের মেরিট বুঝে টি-টোয়েন্টিতে নিজের দ্বিতীয় অর্ধশত তুলে নেন মুশফিকুর রহিম।

৩৭ বল খেলে ৬টি চার সাহায্যে টি-টোয়েন্টিতে ব্যক্তিগত দ্বিতীয় অর্ধশত পূরণ করেন তিনি।

বাংলাদেশ একাদশে আজ বেশ কয়েকটি পরিবর্তন এসেছে। অভিষেক হয়েছে চার তরুণের। আন্তর্জাতিক ক্রিকেটে আজ প্রথম ম্যাচ খেলতে নেমেছেন আফিফ হোসেন, আরিফুল হক, জাকির হাসান ও নাজমুল ইসলাম অপু।

--------------------------------------------------------
আরও পড়ুন: টি-টোয়েন্টিতে সৌম্যর প্রথম অর্ধশত
--------------------------------------------------------

ইনজুরির কারণে আজ একাদশে নেই ওপেনার তামিম ইকবাল। ওপেনার হিসাবে দলে জায়গা পেয়েছেন জাকির হাসান। মুশফিকুর রহিমকে নিয়ে শঙ্কা থাকলেও তিনি একাদশে আছেন। সাকিব আল হাসান না থাকায় তার জায়গায় দলে ঢুকেছেন আফিফ হোসেন।

তিন পেসারের একাদশে রাখা হয়েছে একজন স্পিনারকে। স্পিনার হিসাবে দলে জায়গা পেয়েছেন নাজমুল ইসলাম অপু। তিন পেসার হলেন মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন।

অন্যদিকে, শ্রীলঙ্কার হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক ম্যাচ খেলতে নামছেন পেসার শিহান মাদুশানকা। আর ২০১৩ সালের পর প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামছেন জীবন মেন্ডিস।

আরও পড়ুন:

এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৮ এপ্রিল)
শনিবার ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কাত্রা
মালয়েশিয়ায় ই-পাসপোর্টসংক্রান্ত হাইকমিশনের জরুরি নোটিশ
বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে আইএমএফ
X
Fresh