• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের পরিসংখ্যান ও সম্ভাব্য একাদশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:০১

ত্রিদেশীয় সিরিজ ও টেস্ট সিরিজে হারের পর ক্রিকেটের সংক্ষিপ্ত ভার্সন টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে স্বাগতিক বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৫টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। যা সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও বিটিভি।

কিন্তু এই সিরিজের আগে ইনজুরি হানা দিয়েছে বাংলাদেশ শিবিরে। ত্রিদেশীয় সিরিজে ইনজুরিতে পড়েছেন সাকিব আল হাসান। সেই ইনজুরি থেকে তিনি এখনো সেরে উঠতে পারেননি। তাই খেলা হচ্ছে না টি-টোয়েন্টির নিয়মিত অধিনায়কের। তামিম ইকবাল ও মুশফিকুর রহিমকে নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। তবুও উভয়ের জন্য শেষ পর্যন্ত অপেক্ষায় থাকবে বাংলাদেশ।

তামিম যদি খেলেন তাহলে তার সঙ্গে উদ্বোধন করতে নামবেন সৌম্য সরকার। না খেললে সৌম্য সরকারের সঙ্গে মিথুন করবেন ইনিংসের গোড়াপত্তন। চলতি সিরিজে বাংলাদেশ স্কোয়াড সাজিয়েছে তরুণ খেলোয়াড়দের দিয়ে। ৬ জন নতুন খেলোয়াড় সুযোগ পেয়েছেন। নতুন মুখগুলোর দুই-তিনজনের অভিষেক হয়ে যেতে পারে।