• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘মেসি লাজুক প্রকৃতির, কেননা তাকে সবাই দেখছে’

স্পোর্টস ডেস্ক

  ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৫৫

বার্সেলোনার তুনের সবচেয়ে ধারালো তীর আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। বর্তমান সময়ে নিজের ফুটবল শৈলী দিয়ে বিশ্বকে মোহিত করে রেখেছেন এলএমটেন। লিওনেল মেসি মানেই পায়ের জাদুতে মোহিত হবে ফুটবল বিশ্ব। তটস্থ থাকবে প্রতিপক্ষের ডিফেন্স, গোলরক্ষক। ম্যাচে হবে গোলের ফুলঝুরি। গোল করবেন আবার সতীর্থদের দিয়ে গোল করাবেন। তার পা ফুটবল মাঠে শিল্পী হয়ে এঁকে যাবে নতুন শিল্প।

চলতি মৌসুমে বার্সেলোনার তুনের সবচেয়ে ধারালো তীরটি ধারাবাহিকভাবে দুর্দান্ত গতিতে ছুটছে। পাঁচবার ব্যালন ডি’অর ট্রফি ঘরে তুলেছেন। এবারও এই অ্যাওয়ার্ডের দৌড়ে শীর্ষে রয়েছেন। ইতোমধ্যে তারা লা লিগায় শীর্ষস্থান দখল করে আছে। কোপা দেল রে’র ফাইনাল নিশ্চিত করেছে।

--------------------------------------------------------
আরও পড়ুন: কোপার ফাইনাল ওয়ান্দা মেত্রোপলিতানোয়
--------------------------------------------------------

চ্যাম্পিয়নস লিগেও রয়েছে ভালো অবস্থানে। তার অসাধারণ সব কীর্তির জন্য অনেকেই অনেক মন্তব্য করে থাকেন। তাহলে বাদ যাবেন কেনো তিনি? হোক না সেটা প্রতিপক্ষের খেলোয়াড় তারপরও তো সে ফুটবল বিশ্বের খোরাক।