• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

মর্যাদাকর অ্যালান বোর্ডার পুরস্কার পেলেন স্মিথ ও পেরি

স্পোর্টস ডেস্ক

  ১২ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৪০

অস্ট্রেলিয়ান ক্রিকেটে দলকে সামনে থেকে নেতৃত্ব দেয়ার সঙ্গে ক্রিকেটে অসাধারণ একটি বছর কাটানোয় পুরুষ দলের অধিনায়ক স্টিভেন স্মিথ ও নারী দলের অলরাউন্ডার এলিস পেরি মর্যাদাকর অ্যালান বোর্ডার ট্রফি জয় করলেন।

সোমবার রাতে মেলবোর্নে অস্ট্রেলিয়ান ক্রিকেটের সম্মানজনক এ পুরস্কার ঘোষণা করা হয়।

গত বছর ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্মিথ। অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট ও সীমিত ওভারের ম্যাচ মিলিয়ে ২৪ ম্যাচে ৬৭.৪৬ গড়ে ১৭৫৪ রান করেছেন স্মিথ। এ সময়ে তার সেঞ্চুরির সংখ্যা ৭টি। সতীর্থ ডেভিড ওয়ার্নার ও নাথান লায়নকে হারিয়ে টানা দ্বিতীয় বারের মতো মর্যাদাকর অ্যালান বোর্ডার পুরস্কার জিতেন তিনি।

অ্যালান বোর্ডার পুরস্কারের সঙ্গে বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কারও হস্তগত করেছেন স্মিথ।