• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

টেস্ট সিরিজে সেরা বোলার তাইজুল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৩৩

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এতে সর্বোচ্চ উইকেট শিকারি টাইগার স্পিনার তাইজুল ইসলাম। দুই ম্যাচের তিন ইনিংসে ১১২ দশমিক ৫ ওভার বল করে ৩৭৮ রানের বিনিময়ে ১২ উইকেট নিয়েছেন বাঁহাতি বোলার।

তিন ইনিংসের কোনটিতেই পাঁচ বা ততোধিক উইকেট নিতে পারেননি তিনি। তার সেরা বোলিং ৭৬ রানে ৪ উইকেট।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে প্রথম ইনিংসে ৬৭ দশমিক ৩ ওভার বল করে ২১৯ রানে ৪ উইকেট নেন তাইজুল। ওই ম্যাচে রান উৎসব করে দুই দলের ব্যাটসম্যানরা। এর মধ্যেও এক ইনিংস হিসেবে তাইজুলই সর্বোচ্চ উইকেট নিয়েছেন।

--------------------------------------------------------
আরও পড়ুন: নতুন পাঁচ মুখ নিয়ে ফিরলেন সাকিব
--------------------------------------------------------

এরপর ঢাকা টেস্টে স্পিন সহায়ক পিচে দুই ইনিংসে ৮ উইকেট নেন তাইজুল। প্রথম ইনিংসে ৮৩ রানে ৪ ও দ্বিতীয় ইনিংসে ৭৬ রানে ৪ উইকেট নেন তিনি।

তাইজুলের পর টেস্ট সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথ। ৮৮ দশমিক ৩ ওভারে ৩১০ রানে ৯ উইকেট নিয়েছেন তিনি।