• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

দিনের শুরুতেই আত্মহুতি দিলেন লিটন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১০:১৫

প্রথম দিনের শেষ বেলার ধ্বংসযজ্ঞ দ্বিতীয় দিনের সাত সকালেও দেখা মিললো। বোলারদের সাজিয়ে দেয়া বাগান নিজেদের ভুলে মাড়িয়ে দিচ্ছেন ব্যাটসম্যানরা। আগের দিন চার উইকেট হারিয়ে ৫৬ রান সংগ্রহ করা বাংলাদেশ আজ আরো ১৭ রান যোগ করে দিনের প্রথম উইকেট হারায়।

লঙ্কানরা রাজ্জাক-তাইজুলে তটস্থ এটা বললে বাংলাদেশের বেলায় বলতে হবে তারা লাকমালের পেসে তটস্থ। কারণ বাংলাদেশের প্রথম পাঁচটি উইকেটের তিনটিই নিজের ঝুলিতে পুরেছেন লঙ্কান এ বোলার।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৭৮ রান। ক্রিজে আছেন আগের দিনের নাইটওয়াচম্যান হিসেবে খেলতে নামা মেহেদী হাসান মিরাজ ২৪ ও অধিনায়ক মাহমুদুল্লাহ ২ রান নিয়ে।

এর আগে শ্রীলঙ্কা টস জিতে ব্যাটিংয়ে নেমে ব্যাট করতে নেমে রাজ্জাক-তাইজুলের স্পিন বিষে নীল হয়ে যায়। শেষ পর্যন্ত তারা সব উইকেট হারিয়ে ২২২ রান করতে সমর্থ হয়।

পক্ষান্তরে বাংলাদেশ শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ব্যর্থতার পরিচয় দিতে থাকে। শুরুতে তামিমের ক্যাচ প্র্যাকটিস, পরবর্তিতে মুমিনুলের জ্ঞানহীন রান আউট, মুশফিকের বিবেক বর্জিত বল ছেড়ে দেয়ার খেসারত, শেষ বিকেলে ইমরুল কায়েসের পেরেরার বলে এলবি এ সবই যেন ব্যর্থতার পরিচয় বহন করে।

এক কথায় বলতে গেলে বলা চলে বোলারদের যতটা না কৃতিত্ব ছিল তার তুলনায় ব্যাটসম্যানদের আত্মহুতি ছিল বেশি।

এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিল্পী সমিতির নির্বাচনে বিজয়ের হাসি হাসলেন যারা 
বিশ্বব্যাংকের ৭০ বিলিয়ন ডলারের ফান্ড ঘোষণা, সুবিধা পেতে পারে বাংলাদেশও
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২০ এপ্রিল)
মিয়ানমারে গৃহযুদ্ধ : একদিনে বিজিপির আরও ২৪ সদস্য বাংলাদেশে
X
Fresh