• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভবিষ্যতের মাশরাফিদের খুজতে শুরু হচ্ছে স্কুল ক্রিকেট

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৩৬

ভবিষ্যতের মাশরাফি, সাকিব, তামিমদের খুঁজে বের করতে আগামীকাল বুধবার থেকে ১১ হাজারেরও বেশি ক্রিকেটারের অংশগ্রহণে শুরু হচ্ছে ‘প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স ন্যাশনাল স্কুল ক্রিকেট টুর্নামেন্ট’। ভবিষ্যতের ক্রিকেট তারকা খুঁজে বের করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এ আয়োজন।

বুধবার থেকে শুরু হওয়া টুর্নামেন্টে দেশের ৬৪ জেলায় মোট ৯৭৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে। জেলা পর্যায়ে ৯১৫ ম্যাচে অংশ নেবে ৫৫৪ স্কুল। এবার সর্বোচ্চ ১৩০ স্কুল অংশ নিচ্ছে ঢাকা বিভাগ থেকে। চট্টগ্রামে ৯২, খুলনায় ৮৪, রাজশাহী ও রংপুর বিভাগ থেকে অংশ নিচ্ছে ৬৮ স্কুল।

স্কুল ক্রিকেট সবসময়ই গুরুত্ব বহন করে। স্কুল ক্রিকেট খেলেই আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিনিধিত্ব করেছেন আমিনুল ইসলাম বুলবুল, খালেদ মাহমুদ সুজনসহ বহু ক্রিকেটার।

প্রত্যেকটি জেলা চ্যাম্পিয়নরা অংশ নেবে বিভাগীয় পর্যায়ে। বিভাগীয় পর্যায়ে হবে মোট ৫৭ ম্যাচ। ৭ বিভাগীয় আর ঢাকা মেট্রো চ্যাম্পিয়নের অংশগ্রহণে হবে জাতীয় চ্যাম্পিয়নশিপ। দেশের বিভিন্ন প্রান্তের প্রায় ৭০ ভেন্যুতে এবার অনুষ্ঠিত হবে স্কুল ক্রিকেটের এই জাতীয় আসর।