• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেরা একাদশে আফিফ

স্পোর্টস ডেস্ক

  ০৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৩৭

নিউজিল্যান্ডের মাটিতে শেষ হওয়া যুব বিশ্বকাপের দ্বাদশ আসরে ষষ্ঠ স্থান অর্জন করেছে বাংলাদেশ দল। ২০১৮ সালের চ্যাম্পিয়ন হয়েছে ভারতের যুবারা। ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় জয় নিয়ে দেশে ফিরেছে রাহুল দ্রাবিড়ের শিষ্যরা। আর এই ভারতের কাছেই কোয়ার্টার ফাইনালে হেরে মূল আসর থেকে ছিটকে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

এবারের আসরে বাংলাদেশ দলের ক্রিকেটাররা জ্বলে না উঠলেও চমৎকার অলরাউন্ড পারফরম করেন আফিফ হোসেন ধ্রুব। বলতে গেলে প্রায় একাই দলকে টেনে নিয়ে যান কোয়ার্টারে।

আর এতে নজর কেড়েছে ক্রিকেট বোদ্ধাদের। সে হিসেবে জায়গা করে নিয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০১৮ এর সেরা একাদশে। এই দলে স্পিনিং অলরাউন্ডার ক্যাটাগরিতে আফিফকে রাখা হয়েছে।

আসরে সর্বোচ্চ চারটি হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন আফিফ। এমনকি আসরের শেষ দুটি ম্যাচে দলের দুঃসময়েও খেলেছেন পঞ্চাশোর্ধ্ব দুটি ইনিংস।
--------------------------------------------------------
আরও পড়ুন: শাস্তির মুখোমুখি হচ্ছেন পিকে
--------------------------------------------------------

৪৬.০০ গড়ে টুর্নামেন্টে ২৭৬ রান করেন তিনি। যা এ আসরে বাংলাদেশেল হয়ে কোনো ব্যাটসম্যানের সেরা স্কোর। আর বল হাতে মোট নয়টি উইকেট শিকার করেন তিনি।

আফিফ ছাড়া একাদশের চার জনই চ্যাম্পিয়ন ভারত দলের। দুই জন করে রয়েছেন পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের ক্রিকেটার।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সেরা একাদশ
পৃথ্বি শ (অধিনায়ক, ভারত), মানজিত কালরা (ভারত), শুভমান গিল (ভারত), দারওয়াইস রাসুলি (আফগানিস্তান), আলি জারইয়াব (পাকিস্তান), ওয়ানদিলে মাকেওয়েটু (উইকেটকিপার, দক্ষিণ আফ্রিকা), আফিফ হোসেন (বাংলাদেশ), কামলেস নাগার কোটি (ভারত), জেরাড কোয়েটজি (দক্ষিণ আফ্রিকা), কাইস আহমেদ (আফগানিস্তান), শাহিন আফ্রিদি (পাকিস্তান)।

দ্বাদশ খেলোয়াড়: অ্যালিক আতহানাজি (ওয়েস্ট ইন্ডিজ)।

আরও পড়ুন:

ওয়াই/এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের স্পিন বোলিংয়ে বৈচিত্র্য আনতে চান মুশতাক
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৪ এপ্রিল)
দায়িত্ব নিয়েই যে চ্যালেঞ্জ নিলেন মুশতাক আহমেদ
X
Fresh