• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

যে কারণে রাতে নামছেন না নেইমার

স্পোর্টস ডেস্ক

  ০৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৩৫

নিজের ২৬তম বার্থডে পার্টিতে ফ্রান্সের রাজধানী প্যারিসে মেতে উঠেছিলেন ব্রাজিলের তারকা নেইমার। রোববার রাতের ওই পার্টিতে বর্তমান ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও জাতীয় দলের দলের সতীর্থরা যোগ দেন। এতে সাম্বা তারকার পরিবার ও প্রেমিকাসহ উপস্থিত ছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট মিশেল তেমার।

সব মিলিয়ে মোট ৫০ জন ব্রাজিলিয়ানকে প্যারিসে আতিথেয়তা দিচ্ছেন নেইমার। তাই বার্থডে বয়কে নিজের প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর জন্যই ছুটি দেয়া হচ্ছে। তাই তারকা এই ফরোয়ার্ড ছাড়াই মাঠে নামতে যাচ্ছে পিএসজি।

আজ মঙ্গলবার রাতে ফ্রেঞ্চ কাপের শেষ ষোলোর লড়াইয়ে সোচিয়াক্সের মুখোমুখি হবে পিএসজি। বাংলাদেশ সময় রাত ২টা ৫ মিনিটে শুরু হবে ম্যাচটি।

--------------------------------------------------------
আরও পড়ুন: ‘রোনালদোর চেয়ে কঠিন প্রতিপক্ষ মেসি’
--------------------------------------------------------

তবে সুসংবাদ হচ্ছে দলে যোগ দিয়েছেন মিডফিল্ডার থিয়াগো মোত্তা। চোটের কারণে বেশ কিছুদিন দলের বাইরে থাকতে হয়েছিল ইতালিয়ান এই তারকা। এ ম্যাচ দিয়েই দলে ফিরছেন কিলিয়ান এম্বাপে। লাল কার্ড দেখে এক ম্যাচ মাঠের বাহিরে ছিলেন তিনি।

সবশেষ ম্যাচে চমৎকার ফ্রি কিকে দলকে ৩-০ গোলে জয় এনে দেন নেইমার। গত আগস্টে বার্সেলোনা ছেড়ে রেকর্ড ট্রান্সফার ফিতে পিএসজিতে যোগ দিয়ে দারুণ ফর্মে তিনি।

সব ধরণের প্রতিযোগিতায় প্যারিসের দলটি হয়ে মাত্র ২৫ ম্যাচে ২৭টি গোল করেছেন সাম্বা কিং।

আরও পড়ুন:

ওয়াই/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জরিমানা থেকে বাঁচলেন নেইমার
নেইমারকে গ্যালারিতে বসিয়ে আল-হিলালের ট্রফি উদযাপন
নেইমারের হরেক রকম শখ পূরণের দায় ক্লাবের কাঁধে!
বিস্ময়–বালক এনদ্রিকের গোলে ইংল্যান্ডকে হারাল ব্রাজিল
X
Fresh