• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

জোফ্রাকে নিয়ে বিপাকে রাজস্থান রয়্যালস

স্পোর্টস ডেস্ক

  ০২ ফেব্রুয়ারি ২০১৮, ১১:১৮

ইতোমধ্যে একাদশতম আসরের নিলাম সম্পন্ন হয়েছে। প্রত্যেকটি দল তাদের খেলোয়াড়দের তালিকা ধরে পরবর্তী করণীয় ঠিক করতে ওঠে পড়ে লেগেছে। কারণ হাতে বেশি সময় নেই। এপ্রিলের ৬ তারিখ উদ্বোধন হচ্ছে আইপিএলের একাদশতম আসরের।

বিতর্ক যেনো পিছু ছাড়ছে না। বিতর্ক আর রাজস্থান যেনো একে অপরের সঙ্গী। ফিক্সিং কাণ্ডে জড়িয়ে দুই বছরের নির্বাসন শেষে এবারের আসরে ফিরেছে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস।

এবার আরআরকে নিয়ে বিতর্কের কারণ ক্রিকেটার নির্বাচন। নিলামে ৭.২ কোটি রুপি খরচ করে রাজস্থান রয়্যালস কিনেছে ক্যারিবিয়ান ক্রিকেটার জোফ্রা আর্চারকে। সমস্যার সূত্রপাত এখানেই। প্রায় সাড়ে সাত কোটির জোফ্রা নাকি ভারত-বিদ্বেষী।

বর্তমানে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে হোবার্ট হ্যারিকেনস-এর হয়ে খেলছেন এই ক্যারিবিয়ান তারকা। অতীতে ইংল্যান্ডের সাসেক্স দলেও খেলেছেন জোফ্রা।

নিলামে রাজস্থান রয়্যালস জোফ্রাকে কেনার পরেই নিজেদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে। সেখানে জোফ্রাকে দেখা যায়, সমর্থকদের কাছে হোবার্ট হ্যারিকেনসের জার্সিতে নিজের পরিচিতি জানাচ্ছেন। পুরানো রাগ এরপরই বেরিয়ে আসে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের।

তাদের দাবি, এর আগে বহুবার ভারতীয় দলের পরাজয় চেয়ে নাকি বিতর্কিত টুইট করেছেন গেইল-পোলার্ডের দেশের উঠতি এই ক্রিকেটার। শুধু ভারতীয় দলকে নিয়েই নয়, জোফ্রা সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ব্যঙ্গ করেছেন মহেন্দ্র সিংহ ধোনিকেও।

আরও পড়ুন:

এএ/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতে মাওবাদী নেতাসহ নিহত ২৯
৫০৪তম ম্যাচে নারাইনের প্রথম সেঞ্চুরি
ভারত সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা
যেসব মাইলফলক স্পর্শ করলো হায়দ্রাবাদ-বেঙ্গালুরু ম্যাচ
X
Fresh