• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

শুরুতেই মিরাজ জাদু

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৪২

চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে ৫১৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ব্যাট করতে নেমে শুরুতেই আউট হয়েছেন শ্রীলঙ্কান ব্যাটসম্যান দিমুথ কারুনারত্নে। লঙ্কানদের প্রথম ইনিংসের তৃতীয় ওভারে এই উইকেটটি তুলে নিয়েছেন টাইগার স্পিনার মেহেদী হাসান মিরাজ। কোনো রান না করেই ফার্স্ট স্লিপে থাকা ইমরুল কায়েসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন কারুনারত্নে। চা বিরতি পর্যন্ত ক্রিজে রয়েছেন কুশল মেন্ডিস (৩৭) ও ধনঞ্জয়া ডি সিলভা (১৩)। চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যদের সংগ্রহ ১৫ ওভারে ৫০ রান।

আজ বৃহস্পতিবার চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে দ্বিতীয় দিনে ব্যাট করতে নামে বাংলাদেশ। সব উইকেট হারিয়ে সপ্তমবারের মতো দলীয় ৫০০ রানের বেশি পাড় করে বাংলাদেশ দল।

এদিন সপ্তম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে দুই হাজার রানের ক্লাবে নিজের নাম লেখান অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। এছাড়া ক্যারিয়ারের ১৫তম হাফসেঞ্চুরিও তুলে নেন তিনি। অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচ খেলেতে নেমেই এই মাইল ফলকে পৌঁছালেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। শেষ পর্যন্ত ১৩৪ বলে ৮৪ রানে অপরাজিত ছিলেন তিনি।

--------------------------------------------------------
আরও পড়ুন: ভালোবাসার গল্প লিখে পুরস্কার!
--------------------------------------------------------

দলের হয়ে সবচেয়ে বেশি ১৭৬ রান করেছেন মুমিনুল হক। এছাড়া মুশফিকুর রহিম ৯২ ও তামিম ইকবাল করেন ৫২ রান। এদিকে লঙ্কানদের হয়ে রঙ্গানা হেরাথ ও সুরঙ্গা লাকমাল নেন ৩টি করে উইকেট। লাকসান সান্দাকান দুটি ও দিলরুয়ান পেরারা নেন একটি উইকেট।

আরও পড়ুন:

ওয়াই/এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টেস্ট অভিষেকেই আইসিসি থেকে সুসংবাদ পেলেন হাসান 
টেস্ট সিরিজ হারের পর যা বললেন শান্ত
নতুন মাইলফলক স্পর্শ করলেন মুমিনুল হক
মুমিনুলের প্রতিরোধ ব্যর্থ, ৩২৮ রানে হারল বাংলাদেশ
X
Fresh