• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

লাঞ্চে যাবার আগে টাইগারদের সংগ্রহ ৪৬৭

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৪৫

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের লাঞ্চ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ৪৬৭ রান করেছে বাংলাদেশ দল। ৯১ বলে ৪৯ রানে অপরাজিত আছেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। তার সঙ্গে রয়েছেন ৫২ বলে ২৩ রান করা অভিষিক্ত সানজামুল ইসলাম।

জহুর আহমেদ স্টেডিয়ামে দিনের শুরুর দিকেই ফিরে যান মুমিনুল হক। তৃতীয় ওভারে রঙ্গানা হেরাথের বলে ১৭৬ রানে থামেন তিনি। শর্ট লেগে থাকা কুশল মেন্ডিসের হাতে ক্যাচ দিয়ে শেষ হয় অসাধারণ ইনিংসটি।

চার ওভার পর ফের উইকেট পান হেরাথ। ১৫ বলে ৮ রান করা মোসাদ্দেক হোসেনকে ফেরান তিনি। দলীয় ৪১৭ রানে মাঠ ছাড়তে হয় ওয়ানডে মেজাজে খেলতে থাকা মেহেদী হাসান মিরাজকে। ১৯ বলে ২০ রান করে রান আউট হন তিনি।

এর আগে প্রথম দিনে দিলুরুয়ান পেরারার বলে ৫৩ বলে ৫২ রানে আউট হন ওপেনার তামিম ইকবাল। ৭৫ বলে ৪০ রান করে ফেরেন আরেক ওপেনার ইমরুল কায়েস। তার উইকেটটি তুলে নেন লাকসান সান্দাকান।

অন্যদিকে সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের সেঞ্চুরি থামান সুরঙ্গা লাকমাল। ১৯২ বলে ৯২ রান করে আউট হন তিনি। লাকমালের ওই ওভারের পরের বলেই কোনো রান না করেই ফিরে যান লিটন দাস।

ওয়াই/এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টেস্ট অভিষেকেই আইসিসি থেকে সুসংবাদ পেলেন হাসান 
টেস্ট সিরিজ হারের পর যা বললেন শান্ত
নতুন মাইলফলক স্পর্শ করলেন মুমিনুল হক
মুমিনুলের প্রতিরোধ ব্যর্থ, ৩২৮ রানে হারল বাংলাদেশ
X
Fresh