• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ষষ্ঠ স্থানে যুবারা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩১ জানুয়ারি ২০১৮, ১২:৫০

ষষ্ঠ স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে টাইগার যুবাদের। আইসিসি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশকে আট উইকেটে পরাজিত করে দক্ষিণ আফ্রিকা। শেষ ম্যাচে ব্যাটসম্যানদের ব্যাটিং ব্যর্থতায় বড় স্কোর গড়তে পারেনি টাইগার যুবারা।

নিউজিল্যান্ডের কুইন্সটাউনে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমেই চার রানে দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে যুবারা। এরপর আর উঠে দাঁড়াতে পারেনি। ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে ফ্রেসার জোন্সের বলে ডু প্লেসিসের হাতে ক্যাচ দিয়ে ২ রান করা নাইম শেখ সাজঘরে ফিরে যান। পরের ওভারে আখোনা ম্ন্যাকার বলে সাইফ হাসানও ডু প্লেসিসের হাতে তালুবন্দী হলে ৪ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশের যুবারা।

অধিনায়ক আউট হওয়ার পর একে একে সবাই ব্যর্থ হয়ে সাজঘরে ফেরেন। নবম ওভারে ৫ উইকেট হারিয়ে যুবদের স্কোর দাড়ায় ৩৩।ব্যাটিং বিপর্যয়ে কম রানের মধ্যে অল-আউট হওয়ার শঙ্কার মাঝে ষষ্ঠ উইকেট জুটিতে ক্রিজে যোগ দেন আফিফ হোসেনের সাথে শাকিল হোসেন। কম রানের চাপ কাটিয়ে দলীয় শত রান পূরণ করেন তারা।

৬ চার ও ২ ছক্কায় ৪৪ বল খেলে আসরে নিজের তৃতীয় অর্ধশতক পূর্ণ করেন আফিফ। ইনিংসের ২৮তম ওভারে বাঁহাতি প্রোটিয়া পেসার ম্ন্যাকারের বলে আউট হন তিনি। অপরদিকে ৭১ বল মোকাবিলা করে হাফ সেঞ্চুরি তুলে নেন শাকিল। ৬১ রান করে তিনিও আউট হযে ফিরে যান। সবশেষ দলীয় স্কোর দাড়ায় ৪১.৪ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৭৮।

প্রোটিয়া বোলারদের মধ্যে জোন্স ৩৩ রানে ৫টি এবং ম্ন্যাকার ২৭ রানের ৩ উইকেট তুলে নেন।

ছোট পুঁজি নিয়ে ৬৩ রানের মধ্যে দক্ষিণ আফ্রিকার ২ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। জিভেশান পিলেকে(১২) ফিরিয়ে দেন কাজী অনিক। ম্যাথু ব্রেটজেকের (৩৬) উইকেট নেন রনি হোসেন। তবে তৃতীয় উইকেটে হেরমান রলফেসের (৪৪*) ও রয়নার্ড ভন টন্ডারের (৮২*) ১১৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ
৪১.৪ ওভারে ১৭৮/১০ (সাইফ ১, নাঈম ২, আমিনুল ৭, হৃদয় ১, আফিফ ৬৩, রাকিব ২, শাকিল ৬১, অনিক ১৩, হাসান ০, টিপু ১৮*, রনি ০; জোন্স ৫/৩৩, এমনায়াকা ৩/২৭)

দক্ষিণ আফ্রিকা
৩৮.৩ ওভারে ১৮০/২ (ব্রিটজকে ৩৬, পিল্লাই ১২, ফন টোন্ডার ৮২*, রোলফোস ৪৪*; রনি ১/২১, অনিক ১/৩১)

ফল: দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল ৮ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: ফ্রাসার জোন্স।

এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৪ এপ্রিল)
দায়িত্ব নিয়েই যে চ্যালেঞ্জ নিলেন মুশতাক আহমেদ
ব্যাংক একীভূতকরণ নিয়ে যা জানাল বাংলাদেশ ব্যাংক
৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ
X
Fresh