• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

এফএ কাপের পঞ্চম রাউন্ডে ম্যানসিটি-চেলসি

স্পোর্টস ডেস্ক

  ২৯ জানুয়ারি ২০১৮, ১৩:৩৪

এফএ গ্রুফের চতুর্থ রাউন্ডে নিজ নিজ ম্যাচে জয় তুলে নিয়ে পঞ্চম রাউন্ডে ওঠেছে চেলসি ও ম্যানচেস্টার সিটি। রোববার সন্ধ্যায় চেলসি ৩-০ গোলে নিউক্যাসল ইউনাইটেডকে এবং ম্যানসিটি ২-০ গোলে কার্ডিফ সিটিকে পরাজিত করে।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় স্ট্যামফোর্ড ব্রিজে নিজেদের মাঠে শুরু হওয়া ম্যাচে ৩-০ গোলে জয় পায় আন্তোনিও কান্তের দল।

ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে প্রথমার্ধে মিচি বাতশুয়াইয়ের জোড়া গোলে লিড পায় চেলসি। দ্বিতীয়ার্ধে মার্কোস আলোনসো তৃতীয় গোলটি করে জয় নিশ্চিত করে তারা।

ম্যাচের ৩১তম মিনিটে জাভি আলোনসোর বাড়ানো বল আট গজ দূরে পেয়ে অনায়াসে দলকে এগিয়ে দেন বাতশুয়াই। ৪৪তম মিনিটে বেলজিয়ামের এই ফরোয়ার্ডের শট প্রতিপক্ষের এক খেলোয়াড়ের গায়ে লেগে জালে ঢুকলে দুই গোলের লিড পায় ব্লুজরা।

--------------------------------------------------------
আরও পড়ুন: ওমরাহ পালনে ঢাকা ছাড়ছেন মাশরাফি
--------------------------------------------------------

আর ৭২তম মিনিটে বাঁ-পায়ের দারুণ ফ্রি-কিকে ব্যবধান আরও বাড়িয়ে জয় নিশ্চিত করেন স্প্যানিশ ডিফেন্ডার জাভি আলোনসো।

দিনের অন্য ম্যাচে রোববার রাতে কার্ডিফের সিটি মাঠে ২-০ গোলে জয় পায় পেপ গার্দিওলার ম্যাচেস্টার সিটি। ম্যাচের দুটি গোলই হয় প্রথমার্ধে।

ম্যাচের অষ্টম মিনিটে দারুণ বুদ্ধিদীপ্ত ফ্রি-কিকে দলকে এগিয়ে দেন কেভিন ডি ব্রুইনে। সামনে দেয়াল তৈরি করা খেলোয়াড়রা লাফিয়ে উঠলে তাদের পায়ের নিচ দিয়ে বেলজিয়ামের এই ফরোয়ার্ড নিচু শটে বল জালে পাঠান।

৩৭তম মিনিটে বের্নাদো সিলভার দারুণ ক্রসে হেডে ব্যবধান দ্বিগুণ করেন ইংলিশ মিডফিল্ডার রাহিম স্টার্লিং।

যোগ করা সময়ের শেষ মুহূর্তে স্বাগতিকদের ইংলিশ ডিফেন্ডার জো বেনেট দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন।

আরও পড়ুন:

এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চেলসির জালে আর্সেনালের গোল উৎসব
ইতালিয়ান ফুটবল সাম্রাজ্যে ইন্টার মিলান
টিভিতে আজকের খেলা
ক্রিকেট-ফুটবলকে টপকে দেশসেরার খেতাব অ্যাথলেটিকসের
X
Fresh