• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রেকর্ড গড়ে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা ফেদেরারের

স্পোর্টস ডেস্ক

  ২৮ জানুয়ারি ২০১৮, ১৯:২৬

রেকর্ড গড়ে ষষ্ঠবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতে ইতিহাস গড়লেন সুইস কিংবদন্তী রজার ফেদেরার। ক্রোয়েশিয়ার মারিন সিলিচকে উড়িয়ে তিনি এ রেকর্ড গড়েন। বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যামের শিরোপা জয়ীদের তালিকায় শীর্ষে থাকা নোভাক জোকোভিচ ও রয় এমারসনের পাশে বসেছেন সুইস তারকা।

রোববার মেলবোর্নের রড লেভার অ্যারেনায় রাতের তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়ায়। এমন উত্তপ্ত সময়ে টেনিসের মতো ম্যাচ হওয়ায় ছাদ ঢেকে দেয়া হয়। কিন্তু তাতেও কি আর ঠান্ডা হন ফাইনালে উঠে আসা ক্রোয়াট! এয়ার কন্ডিশনের মধ্যেই ফেদেরারের মতো গ্রেটকে ঘামিয়ে নুইয়ে ফেলেন! তিন ঘণ্টার ম্যারাথন লড়াই শেষে অভিজ্ঞতা ও মানের কাছে হার মানতে হলো চিলিচকে।
--------------------------------------------------------
আরও পড়ুন: ট্রফি না জুটলেও শাস্তি জুটলো মাশরাফির
--------------------------------------------------------

রড লেভার অ্যারেনায় প্রথম সেট মাত্র ২৪ মিনিটে জিতে আরেকটি সরাসরি সেটে জয়ের সম্ভাবনা জাগান ফেদেরার। তবে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় সেট জিতে লড়াইয়ে ফেরেন সিলিচ। এবারের আসরে এটাই প্রথম সেট হার রেকর্ড গ্র্যান্ডস্ল্যাম জয়ীর। চতুর্থ সেট সহজে জিতে শিরোপার আশাও জাগান; কিন্তু শেষ পর্যন্ত ফেদেরারের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারেননি।

তিন ঘণ্টা তিন মিনিট স্থায়ী ফাইনালে ক্রোয়েশিয়ার সিলিচকে ৬-২, ৬-৭, ৬-৩, ৩-৬, ৬-১ গেমে হারিয়ে এখানে টানা দ্বিতীয়বার ও মোট ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হন ফেদেরার। এর আগে ২০০৪, ২০০৬, ২০০৭, ২০১০, ২০১৭ সালে এর শিরোপা জিতেন তিনি।