• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

অবশেষে সস্তায় বিক্রি হলেন গেইল

স্পোর্টস ডেস্ক

  ২৮ জানুয়ারি ২০১৮, ১৭:১৬

ক্রিস গেইল মানেই টি-টোয়েন্টি ক্রিকেটে বাড়তি আনন্দ। সব সময়ই আনন্দ দেয়ার জন্যই খেলে থাকেন তিনি। যেদিন তার ব্যাট হাসে সেদিন বিপক্ষ দলের বোলাররা চোখে সর্ষে ফুল দেখে। অথচ সেই গেইল কিনা বিক্রিই হচ্ছিলেন না একাদশতম আসরের নিলামে।

ব্যাঙ্গালোরে গতকাল শুরু হয় আইপিএল এর ১১তম আসরের খেলোয়াড় নিলাম। নিলামের প্রথম দিন গেইল অবিক্রিত থাকেন। অনেকেই হয়তো অবাক হয়েছিলেন। যাকে টি-টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা বলা হয় সেই গেইলই আইপিএলে খেলবেন না!

দ্বিতীয় দিনে এসে শেষ বিকালে তৃতীয়বার নাম ওঠার পর একমাত্র কিংস ইলেভেন পাঞ্জাবই তাকে কেনার আগ্রহ দেখায়। তাই ভিত্তি মূল্য ২ কোটি রুপিতে গেইলকে দলে পেয়ে যায় প্রীতি জিনতার দল। গত কয়েক আসর ধরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে মাঠ মাতালেও এবার নতুন দলের হয়ে মাঠ মাতাবেন তিনি।
--------------------------------------------------------
আরও পড়ুন: ‘নেইমার পিএসজি ছাড়বে না ২০০০ ভাগ নিশ্চিত’
--------------------------------------------------------

এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু স্বঘোষিত 'দ্য ইউনিভার্স বস'কে ছেড়ে দেয়ায় ক্যারিবিয়ান ব্যাটিং দানবকে নিলামে উঠতে হয়।