• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পদ্মভূষণ পাচ্ছেন ক্যাপ্টেন কুল ধোনি

স্পোর্টস ডেস্ক

  ২৬ জানুয়ারি ২০১৮, ১৩:১৯

ভারতীয় ক্রিকেট তারকা মাহেন্দ্র সিং ধোনির মুকুটে যুক্ত হল আরও একটি পালক। দেশটির পদ্মভূষণ সম্মানের জন্য নির্বাচিত হলেন ভারতীয় ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা এই অধিনায়ক। ভারতের সাবেক অধিনায়কের আগে আরো ১০ ক্রিকেটারকে অতীতে ভারতের এই তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত করা হয়েছে। এগারোতম ক্রিকেটার হিসেবে এই সম্মান পেলেন ধোনি।

--------------------------------------------------------
আরও পড়ুন: কুইন্সটাউনে দিল্লিগেটে আটকে গেল যুবারা
--------------------------------------------------------

ভারতকে ২৮ বছর পর ওয়ানডে বিশ্বকাপ জিতিয়েছেন ধোনি। তার অধীনেই ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি আসরের বিশ্বকাপ ঘরে তোলে টিম ইন্ডিয়া। আর টেস্ট ক্রিকেটেও নিজ দেশকে নেতৃত্ব দিয়ে শীর্ষে নিয়েছিলেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

২০১৫ সালে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন ধোনি। তবে এখনও রঙ্গিন পোশাকে দুই ফরম্যাট ওডিআই ও টি-২০ খেলে যাচ্ছেন। কিন্তু নেতৃত্বে ব্যাটন এখন বিরাট কোহলির কাছে।