• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার যাবেন না সিদ্দিকুর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ জানুয়ারি ২০১৮, ২০:২৪

মিয়ানমারের সামরিকজান্তা কর্তৃক রোহিঙ্গাদের অমানবিক নির্যাতনের প্রতিবাদ জানিয়ে এশিয়ান ট্যুর টুর্নামেন্টের মিয়ানমার ওপেনে গলফার সিদ্দিকুর রহমান না খেলার সিদ্ধান্ত নিয়েছেন।

বৃহস্পতিবার থেকে মিয়ানমারের ইয়াঙ্গুনে এশিয়ান ট্যুর টুর্নামেন্ট ওপেন শুরু হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫৬ গলফার অংশ নিচ্ছেন এ টুর্নামেন্টে।

বিবিসি বাংলাকে সিদ্দিকুর বলেন, রোহিঙ্গা ইস্যুতে যে অমানবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে তার পক্ষে মিয়ানমারে এ টুর্নামেন্টে অংশ নেয়া সম্ভব নয়।

এশিয়ান ট্যুর টুর্নামেন্টের ওয়েবসাইট থেকে জানা গেছে, এ টুর্নামেন্টের প্রাইজমানি সাড়ে সাত লাখ ডলার। বাংলাদেশের এ গলফার বলেন, মিয়ানমার থেকে রোহিঙ্গাদের যেভাবে বিতাড়িত করা হয়েছে সেটি তিনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না।