• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ জানুয়ারি ২০১৮, ১১:৪৪

ত্রিদেশীয় সিরিজের নিজেদের তৃতীয় ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দল।

আজ মঙ্গলবার শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে মাশরাফির বিন মুর্তজার দল। প্রথম দুই ম্যাচে দাপুটে জয়ে ফাইনাল নিশ্চিত করেছে টাইগার বাহিনী।

এ ম্যাচে জয় পেলেই জিম্বাবুয়াইনদের বিপক্ষে টানা ১০ ম্যাচ জয়ের রেকর্ড গড়বে স্বাগতিকরা।

অন্যদিকে ফাইনালে যেতে হলে এ ম্যাচে জয়ের বিকল্প নেই হিথ স্ট্রিকের শিষ্যদের।

বাংলাদেশের হয়ে মোহাম্মদ সাইফউদ্দিনের বদলে মাঠে নামছেন বাম-হাতি স্পিনার সানজামুল ইসলাম। আর একাদশে কোনো পরিবর্তন ছাড়াই মাঠে নামছে জিম্বাবুয়ে দল।

বাংলাদেশের একাদশ :

তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেট রক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সানজামুল ইসলাম, রুবেল হোসেন এবং মুস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ :

হ্যামলিটন মাসাকাদজা, সলোমন মিরে, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেইলর (উইকেটরক্ষক), সিকান্দার রাজা, পিটার মুর, ম্যালকম ওয়ালার, গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), টেন্ডাই সাতারা, কাইল জারভিস, ব্লিজিং মুজারাবানি।

আরও পড়ুন

ওয়াই/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হ্যাটট্রিক জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ
ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
X
Fresh