• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

হাথুরু না থাকায় ভালো খেলছেন সাকিব

স্পোর্টস ডেস্ক

  ১৯ জানুয়ারি ২০১৮, ২১:৪৭

চলমান ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৩টি উইকেট শিকার এবং ৩৭ রান করেছিলেন। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৬৭ রান এবং ৩টি উইকেট শিকার করলেন। দুটি ম্যাচেরই ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’পুরস্কার গেছে তার হাতে। এসব কিছু সম্ভব হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক প্রধান কোচ হাথুরুসিংহে না থাকায়।

ম্যাচ শেষে নিজের ধারাবাহিক সাফল্যের কারণ জানাতে গিয়ে এমনটাই বললেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

তিনি বলেন, কোচ বদল হবার কারণে খেলার পরিকল্পনা বদলে গেছে। এখন অনেক স্বাধীনতা নিয়ে খেলছি বলেই এমন সাফল্য এসেছে।

তিনি আরও বলেন, দলে খেলোয়াড়দের মধ্যে ভালো করার এক ধরনের প্রতিযোগিতা হচ্ছে। তামিম ১১ হাজার রান করেছে, আমি ১০ হাজার করেছি, মুশফিক ভাইও কাছাকাছি আছেন। এটা দলের জন্য খুবই ভালো।

শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে ৮৪ রানের ইনিংসের সুবাদে আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে ১১ হাজার রানের মাইলফলকে পৌঁছেছেন তামিম। এর মধ্যে আছে ১৮টি সেঞ্চুরি ও ৬৮টি হাফসেঞ্চুরি।

অন্যদিকে, এদিনের ৬৭ রানের সুবাদে ১০ হাজারের মাইলফলকে পৌঁছেছেন সাকিব। তিন সংস্করণে তার সেঞ্চুরি ১২টি এবং হাফসেঞ্চুরি ৬৪টি।

কে/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৯ এপ্রিল)
নেসলের শিশুখাদ্য নিয়ে ভয়াবহ তথ্য
মেসির আগমন নিয়ে যা বললেন পাপন
‘চলচ্চিত্র ও টেলিভিশন খাতে বাংলাদেশ-ভারতের মধ্যে অভিজ্ঞতা বিনিময় করা হবে’
X
Fresh