• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

যেখানে রোনালদো থেকে পিছিয়ে মেসি!

স্পোর্টস ডেস্ক

  ১৮ জানুয়ারি ২০১৮, ১৮:৩৫

কে সেরা? লিওনেল মেসি না ক্রিশ্চিয়ানো রোনালদো। এ নিয়ে বিতর্ক চলছেই। এর বিশ্লেষণ করতে গিয়ে বিশেষজ্ঞমহলও দু’শিবিরে বিভক্ত। একরকম গোটা ফুটবল বিশ্বই এ বিষয়ে দু’ভাগে বিভক্ত। একে অপরকে ছাড়িয়ে যেতে তাদের দ্বৈরথ চলে মাঠেও।

বর্তমান ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচিত তারকা পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে খেলে বর্তমানে খেলছেন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ক্লাবে। আর আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি তার ক্যারিয়ারের শুরু থেকেই আছেন আরেক স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার সঙ্গে।

ফুটবলের এই মহাতারকাদের জন্য পুরনো রেকর্ড ভেঙে নতুন রেকর্ড বুকে নাম লেখানো যেন চিরসত্যে পরিণত হয়েছে। মনে হয় যেন তারা প্রতি সপ্তাহেই রেকর্ড ভাঙা-গড়ার মধ্যেই থাকেন। বর্তমানে ফুটবল ইতিহাসে এই তারকাদের ঝুলিতে রয়েছে অনেক বড় বড় রেকর্ড।

তারা দুজনই সবচেয়ে বেশি পাঁচবার করে ব্যালন ডি’অর ট্রফি অর্জন করেছেন। উয়েফা চ্যাম্পিয়নস লিগে তারা দুজনই সবচেয়ে বেশি সংখ্যক সাতটি করে হ্যাটট্রিকের মালিক। দুজনই সবচেয়ে বেশি সংখ্যক চারবার করে ইউরোপিয়ান গোল্ডেন শ্যূ অ্যাওয়ার্ড অর্জন করেছেন।