• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

৭০-৮০ ভাগ দিতে পারলেই সফলতা: মাশরাফি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ জানুয়ারি ২০১৮, ১২:৩৮

ত্রিদেশীয় সিরিজে সতীর্থদের ওপর পুরোপুরি আস্থা আছে। সামর্থ্যের ৭০-৮০ ভাগ দিতে পারলেই সফলতা আসবে। বললেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

আজ রোববার মিরপুরে সিরিজের আগে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আট বছর পর আগামীকাল সোমবার থেকে ঢাকায় শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজ। স্বাগতিক বাংলাদেশসহ এতে অংশ নিচ্ছে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। উদ্বোধনী ম্যাচে টাইগারদের বিপক্ষে মাঠে নামবে আফ্রিকার দেশটি।

বাংলাদেশের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন জিম্বাবুয়ান ক্রিকেট গ্রেট হিথ স্ট্রিক। বর্তমানে নিজ দেশের প্রধান কোচ হয়েছেন তিনি। অন্যদিকে টাইগারদের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহেও লঙ্কানদের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন।