• ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১
logo

তামিমের বিদায়ে যে বার্তা দিলো বিসিবি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১১ জানুয়ারি ২০২৫, ১৭:১৬
বিসিবি
ছবি- সংগৃহীত

দীর্ঘ দিন ধরে জাতীয় দলে বাইরে ছিলেন তামিম ইকবাল। এবার স্থায়ীভাবে জাতীয় দলকে বিদায় জানিয়েছেন এই বাঁহাতি ওপেনার। গতকাল (শুক্রবার) নিজের ফেসবুক পোস্টে বিদায় নেওয়ার বিষয়টি নিজেই নিশ্চিত করেন এই ওপেনার।

তামিমের এই ঘোষণার পর আবেগাপ্লুত হয়ে বার্তা দিয়েছেন তার সতীর্থরা। এবার সেই তালিকায় নাম লিখিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। দেশের হয়ে অবদান রাখার জন্য তামিমকে ধন্যবাদ জানিয়েছে তারা।

শনিবার (১১ জানুয়ারি) নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে তামিমের ছবি গ্রাফিক্স করে কাভারে রেখেছে বিসিবি। সঙ্গে একটি পোস্টও দিয়েছে তারা।

বিসিবি ক্যাপশনে লিখেছে, বাংলাদেশের সর্বকালের সেরা ওপেনার তামিম ইকবালের আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের মাধ্যমে সমাপ্তি ঘটেছে এক অসাধারণ অধ্যায়ের। অগণিত স্মরণীয় মুহূর্ত আর দারুণ সব সেঞ্চুরিতে আপনি ক্রিকেটভক্তদের হৃদয়ে চিরকাল উজ্জ্বল হয়ে থাকবেন।

‘অসম্ভবের বিপক্ষে লড়াই করে জয় চিনিয়ে আনা, আমাদের বিশ্বাস করতে শেখানো, স্বপ্ন পূরণের অনুপ্রেরণা দেওয়া, নতুন করে আশা জাগানো এবং আমাদের আবার স্বপ্ন দেখতে শেখানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ।’

২০২৩ সালে আফগানিস্তান সিরিজ চলাকালীন আচমকা সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়ে নেন তামিম। তখন তিনি ছিলেন দলের অধিনায়ক। এই সময় তুমুল আলোড়ন তৈরি করে এই ঘটনা। পরদিন ঢাকায় তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন তিনি, বেরিয়ে এসে জানান সিদ্ধান্ত বদলের কথা।

এরপর ওয়ানডে বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে দুই ম্যাচ খেলেন তিনি। তবে সাকিব আল হাসানের সঙ্গে তার দূরত্বের খবর ঘটনা অন্য দিকে মোড় নিয়ে নেয়। তামিমকে ছাড়াই বিশ্বকাপ খেলতে যায় বাংলাদেশ। এবার পুরোপুরি বিদায় নিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে।

আরটিভি/এসআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চ্যাম্পিয়নস ট্রফি: সাকিব-তামিম প্রসঙ্গে যা জানালেন প্রধান নির্বাচক
আন্তর্জাতিক ক্রিকেটে তামিমের যত রেকর্ড
বিসিবি সভাপতির সঙ্গে লিপুর বৈঠক, কী আছে সাকিবের ভাগ্যে?
তামিমের অবসরে যা বললেন মুশফিক ও মাহমুদউল্লাহ