• ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১
logo

শাহিন আফ্রিদিকে পাঁচ ম্যাচের বেশি খেলানোর চেষ্টা করছেন তামিম

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৭ জানুয়ারি ২০২৫, ১৬:৪৬
শাহিন আফ্রিদি
ছবি- সংগৃহীত

তামিম ইকবালের ডাকে বরিশালের হয়ে প্রথমবার বিপিএল মাতাতে এসেছিলেন শাহিন শাহ আফ্রিদি। এই পাক পেসারের সঙ্গে ৫ ম্যাচের চুক্তি করেছিল বর্তমান চ্যাম্পিয়নরা। তবে শাহিনকে আরও কয়েক ম্যাচ বেশি খেলানোর চেষ্টা করছেন বরিশালের অধিনায়ক।

এ বিষয়ে ফরচুন বরিশালের কর্ণধার মিজানুর রহমান বলেন, শাহীন আফ্রিদির সঙ্গে কথা হয়েছে ৫টা ম্যাচের জন্য। আমি ঠিক জানি না সে কয়টা ম্যাচ খেলবে। হয়ত আরও ম্যাচ খেলবে। এটা অনেক কিছুর উপর নির্ভর করবে। তামিম সিদ্ধান্ত নেবে, আমি ওইটা সিদ্ধান্ত নিই না। তামিম কথা বলছে (শাহীন আফ্রিদির সঙ্গে), দেখা যাক কী হয়।

উদ্বোধনী ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে বিপিএলে অভিষেক হয় শাহীন আফ্রিদির। প্রথম ম্যাচে ব্যাটিংয়ে ২৭ রান করলেও বোলিংয়ে সুবিধা করতে পারেননি। ৩৩ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন বাঁহাতি পেসার। পরের ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষেও উইকেটের দেখা পাননি তিনি।

তবে তৃতীয় ম্যাচে রাজশাহীর বিপক্ষে বিপিএলে উইকেটের খাতা খুলেছেন শাহীন আফ্রিদি। দারুণ এক ডেলিভারিতে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে ফিরিয়েছেন ইয়াসির আলী রাব্বিকে। সব মিলিয়ে ৪ ওভারে মাত্র ২০ রান নিয়ে ২ উইকেট নিয়েছেন।

শাহীন আফ্রিদির আগেই বিপিএল ছেড়ে যাবেন বরিশালের কাইল মায়ার্স ও মোহাম্মদ নবি। তবে আপাতত তাদের দুজনের বিকল্প নেয়ার কথা ভাবছে না। তারা দুজন গেলেও খুব বেশি বেগ পেতে হবে না বর্তমান চ্যাম্পিয়নদের।

কারণ এখনও ডাগ আউট বসে আছেন করিম জানাত ও ডেভিড মালানের মতো তারকা ক্রিকেটার। তিন ম্যাচের একটিতেও একাদশে সুযোগ মেলেনি তাদের। এদিকে শাহীন আফ্রিদি চলে গেলে মোহাম্মদ আলী ও জেমস ফুলারকে খেলানোর সুযোগ মিলবে বরিশালের।

আরটিভি/এসআর/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বরিশালে সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার
লাইব্রেরি ও দুই হলের নাম পরিবর্তন করল ববি শিক্ষার্থীরা
বিপিএলের সিলেট পর্ব শেষে ব্যক্তিগত অর্জনে শীর্ষে কারা
রাজশাহীর হয়ে বিপিএল মাতাতে আসছেন পেসার কামিন্স