মিনেরাকে উড়িয়ে বড় জয় পেল রিয়াল মাদ্রিদ
![রিয়াল মাদ্রিদ](https://www.rtvonline.com/assets/news_photos/2025/01/07/image-307638-1736230740.jpg)
কোপা দেল রের ম্যাচে শক্তি, সামর্থ্যে যোজন যোজন পিছিয়ে থাকা দেপোর্তিভা মিনেরারের বিপক্ষে মাঠে নেমেছিল লা লিগায় টেবিলের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে মিনেরাকে ৫-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে আনচেলত্তির শিষ্যরা। এদিন জোড়া গোল করেছেন আর্দা গিলের, একটি করে লুকা মদ্রিচ, ফেদে ভালভের্দে ও এদুয়ার্দো কামাভিঙ্গা।
সোমবার (৬ জানুয়ারি) দিবাগত রাতে ম্যাচের শুরু থেকে আক্রমণ করে গেছে ইউরোপের চ্যাম্পিয়নরা। তৃতীয় মিনিটে প্রথম সুযোগ পায় রিয়াল। এন্দ্রিকের শট ফিরিয়ে দেন মিনেরা গোলরক্ষক ফ্রান্সিসকো মার্টিনেজ।
দুই মিনিট পর ব্রাহিম দিয়াসের ক্রস ডি-বক্সে মিনেরার একজন খেলোয়াড় ঠিকঠাক ফ্লিক করতে ব্যর্থ হলে বল পান ভালভের্দে। অনায়াসে জাল খুঁজে নেন তিনি। আক্রমণাত্মক ফুটবলে ১৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে রিয়াল মাদ্রিদ। শুরুতে কামাভিঙ্গার জোরাল শট ঠেকিয়ে দেন মিনেরা গোলরক্ষক। তবে ফ্রান গার্সিয়ার ক্রসে ফের সুযোগ পেয়ে দারুণ হেডে ঠিকানা খুঁজে নেন ফরাসি মিডফিল্ডার।
২৮তম মিনিটে গোল করেন গিলের। ভালভের্দের কাছ থেকে বল পেয়ে জায়গা করে নিয়ে শট নেয় তুরস্কের তরুণ এই ফরোয়ার্ড। মিনেরার একজন খেলোয়াড়ের পায়ে লেগে দিক পাল্টে বল জড়ায় জালে। এতে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্প্যানিশ জায়ান্টরা।
দ্বিতীয়ার্ধের মাঠে নেমে গোলের দেখা পায় লকু মদ্রিচ। ৬২তম মিনিটে এক সঙ্গে চারটি পরিবর্তন আনেন আনচেলত্তি। দল ৪-০ গোলে এগিয়ে থাকার পরও বদলি নামান এমবাপ্পে-ভিনিদের। দুইজনই গোলের বেশকয়েকটি সুযোগ পান। কিন্তু কাজে লাগাতে পারেননি।
৮৮তম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি করেন গিলের। গার্সির নিখুঁত ক্রসে স্রেফ একটা টোকা দেন তুর্কি ফরোয়ার্ড। বড় জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।
আরটিভি/এসআর/এস
মন্তব্য করুন
সংসার পাততে সপরিবারে ভারত ছাড়ছেন কোহলি
![সংসার পাততে সপরিবারে ভারত ছাড়ছেন কোহলি](https://www.rtvonline.com/assets/news_photos/2024/12/20/image-305260-1734675310.jpg)
ড্রেসিংরুমে ব্যাট ছোড়ার পর দেখি আম্পায়ার ডাকছেন: জাকের
![ড্রেসিংরুমে ব্যাট ছোড়ার পর দেখি আম্পায়ার ডাকছেন: জাকের](https://www.rtvonline.com/assets/news_photos/2024/12/20/image-305267-1734679227.jpg)
স্ট্যাম্পে লাথি মারায় কঠিন শাস্তি পেলেন ক্লাসেন
![স্ট্যাম্পে লাথি মারায় কঠিন শাস্তি পেলেন ক্লাসেন](https://www.rtvonline.com/assets/news_photos/2024/12/21/image-305433-1734775570.jpg)
সাকিব ও তামিমের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি
![সাকিব ও তামিমের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি](https://www.rtvonline.com/assets/news_photos/2024/12/21/image-305465-1734787592.jpg)
হামজাকে ভিড়িয়ে দ. এশিয়ার সবচেয়ে দামি দল বাংলাদেশ
![হামজাকে ভিড়িয়ে দ. এশিয়ার সবচেয়ে দামি দল বাংলাদেশ](https://www.rtvonline.com/assets/news_photos/2024/12/22/image-305562-1734861221.jpg)
চ্যাম্পিয়ন্স ট্রফি / প্রথম ম্যাচে টাইগাররা পেল ভারতকে, ২৩ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান
![প্রথম ম্যাচে টাইগাররা পেল ভারতকে, ২৩ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান](https://www.rtvonline.com/assets/news_photos/2024/12/22/image-305576-1734865271.jpg)
শেষ মুহূর্তে পাকিস্তানি তারকাকে দলে নিলো রাজশাহী
![শেষ মুহূর্তে পাকিস্তানি তারকাকে দলে নিলো রাজশাহী](https://www.rtvonline.com/assets/news_photos/2024/12/23/image-305669-1734929319.jpg)