• ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১
logo

পিএসএলের ড্রাফটের দুই ক্যাটাগরিতে ৮ বাংলাদেশি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৬ জানুয়ারি ২০২৫, ১৪:৪০
পিএসএল ২০২৫
ছবি- এএফপি

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরকে সামনে রেখে আগামী ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। যেখানে নাম লিখিয়েছেন সাকিব-মোস্তাফিজসহ ৩০ বাংলাদেশি ক্রিকেটার। কিন্তু প্রথম দুই ক্যাটাগরিতে জায়গা পেয়েছে ৮ বাংলাদেশি।

সেই আট জন হলেন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, মাহমুদ উল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানজিম হাসান ও তাওহিদ হৃদয়। তারা শীর্ষ দুই ক্যাটাগরি প্লাটিনাম ও ডায়মন্ডের তালিকায় আছেন।

সাম্প্রতিক আইপিএল নিলামে বাংলাদেশেরসহ বেশ কিছু ক্রিকেটার অংশগ্রহণ করলেও তারা দল পেতে ব্যর্থ হন। তবে পিএসএলের ড্রাফটে তাদের ভালো সুযোগ রয়েছে, বিশেষত যেহেতু একই সময়ে আইপিএল ও পিএসএল অনুষ্ঠিত হবে। তাই আইপিএলে দল না পাওয়া ক্রিকেটাররা পিএসএলে খেলার জন্য উন্মুক্ত থাকবেন।

আইপিএলে দল না পাওয়া ক্রিকেটারদের মধ্যে পিএসএলের ড্রাফটে আছেন ডেভিড ওয়ার্নার, ফিন অ্যালেন, টিম সাউদি, এভিন লুইস, মোহাম্মদ নবীর মতো ক্রিকেটাররাও।

আগামী শনিবার পাকিস্তানের বেলুচিস্তানের বন্দরনগরী গোয়াদারে বসবে পিএসএলের নিলাম। যে নিলামের অংশ হতে নিবন্ধন করেছেন ১৯ দেশের ৫১০ জন ক্রিকেটার।

উল্লেখ্য, আগামী ৮ এপ্রিল, যেখানে প্রথম ম্যাচে মুখোমুখি হবে লাহোর কালান্দার্স ও ইসলামাবাদ ইউনাইটেড। আসরের ফাইনাল ম্যাচটি ১৯ মে করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

আরটিভি/এসআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পিএসএল থেকে যত টাকা আয় করবেন লিটন, নাহিদ ও রিশাদ
বাংলাদেশি বান্ধবীকে ফিরে পেতে হাইকোর্টে মার্কিন যুবক
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৪ জানুয়ারি)
পিএসএলেও দল পাননি সাকিব-মোস্তাফিজ