ভিনিসিয়ুসের নিষেধাজ্ঞা এড়াতে আপিল করবে রিয়াল মাদ্রিদ
![ভিনিসিয়ুস](https://www.rtvonline.com/assets/news_photos/2025/01/06/image-307494-1736144230.jpg)
গত শনিবার লা লিগায় ভালেন্সিয়ার গোলরক্ষককে আঘাত করে লাল কার্ড পেয়েছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে এই লাল পাওয়ার মতো অপরাধ ছিল না বলে মনে করেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। তাই ভিনির লাল কার্ডের বিপক্ষে আপিল করবেন তিনি।
ভ্যালেন্সিয়া ম্যাচের ৭৯তম মিনিটে গোলরক্ষকের ঘাড়ে আঘাত করেন ভিনি। তাতে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। আনচেলত্তি আশাবাদী ন্যূনতম দুই ম্যাচ নিষিদ্ধের শাস্তি এড়াতে পারবেন ভিনি।
রিয়াল কোচ বলেন, এটা লাল কার্ডের (ফাউল) ছিল না, এটা ছিল হলুদ কার্ড। আর সে কারণে আমরা আশাবাদী, সে কোনো নিষেধাজ্ঞার মুখোমুখি হব না।
কোপা দেল রের ম্যাচে সোমবার চতুর্থ স্তরের দল দেপোর্তিভা মিনেরার বিপক্ষে খেলবে রিয়াল। আনচেলত্তি জানিয়েছেন, দলের সঙ্গে সেদিন কার্তাজেনা যাবেন ভিনিসিয়ুস।
আনচেলত্তি বলেন, আমরা আশাবাদী, সে কোনো নিষেধাজ্ঞা পাবে না। কেবল দুই জন সামনের ম্যাচের জন্য যাবে না; গোলরক্ষক থিবো কোর্তোয়া ও ডিফেন্ডার অ্যান্টনিয়ো রুডিগার। বাকি সবাই এই সফরে যাবে।
আরটিভি/এসআর
মন্তব্য করুন
সংসার পাততে সপরিবারে ভারত ছাড়ছেন কোহলি
![সংসার পাততে সপরিবারে ভারত ছাড়ছেন কোহলি](https://www.rtvonline.com/assets/news_photos/2024/12/20/image-305260-1734675310.jpg)
ড্রেসিংরুমে ব্যাট ছোড়ার পর দেখি আম্পায়ার ডাকছেন: জাকের
![ড্রেসিংরুমে ব্যাট ছোড়ার পর দেখি আম্পায়ার ডাকছেন: জাকের](https://www.rtvonline.com/assets/news_photos/2024/12/20/image-305267-1734679227.jpg)
স্ট্যাম্পে লাথি মারায় কঠিন শাস্তি পেলেন ক্লাসেন
![স্ট্যাম্পে লাথি মারায় কঠিন শাস্তি পেলেন ক্লাসেন](https://www.rtvonline.com/assets/news_photos/2024/12/21/image-305433-1734775570.jpg)
সাকিব ও তামিমের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি
![সাকিব ও তামিমের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি](https://www.rtvonline.com/assets/news_photos/2024/12/21/image-305465-1734787592.jpg)
হামজাকে ভিড়িয়ে দ. এশিয়ার সবচেয়ে দামি দল বাংলাদেশ
![হামজাকে ভিড়িয়ে দ. এশিয়ার সবচেয়ে দামি দল বাংলাদেশ](https://www.rtvonline.com/assets/news_photos/2024/12/22/image-305562-1734861221.jpg)
চ্যাম্পিয়ন্স ট্রফি / প্রথম ম্যাচে টাইগাররা পেল ভারতকে, ২৩ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান
![প্রথম ম্যাচে টাইগাররা পেল ভারতকে, ২৩ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান](https://www.rtvonline.com/assets/news_photos/2024/12/22/image-305576-1734865271.jpg)
শেষ মুহূর্তে পাকিস্তানি তারকাকে দলে নিলো রাজশাহী
![শেষ মুহূর্তে পাকিস্তানি তারকাকে দলে নিলো রাজশাহী](https://www.rtvonline.com/assets/news_photos/2024/12/23/image-305669-1734929319.jpg)