• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বার্সার হয়ে ট্রান্সফারের রেকর্ড গড়লেন কুতিনহো

স্পোর্টস ডেস্ক

  ০৭ জানুয়ারি ২০১৮, ০১:৪৭

অবশেষে স্বপ্নের ক্লাব বার্সেলোনায় পাড়ি জমালেন ব্রাজিলিয়ান তারকা ফিলিপ্পে কুতিনহো। বার্সেলোনার রেকর্ড ১৬০ মিলিয়ন ইউরোর বিনিময়ে লিভারপুল থেকে কুতিনহোকে ন্যু ক্যাম্পে ভাগিয়ে আনতে সফল হলো বার্সেলোনা। বার্সেলোনায় তার বাই আউট ক্লজ ধরা হয়েছে ৪০০ মিলিয়ন ইউরো।

ইতোমধ্যে বার্সেলোনা তাদের অফিসিয়াল ফেসবুকে কুতিনহোর ছবি দিয়ে লিখেছে ‘কুতিনহো বার্সেলোনার খেলোয়াড়’। পাশাপাশি আরেকটি ছবি দিয়ে কুতিনহোকে স্বাগতম জানিয়েছে বার্সেলোনা।

কুতিনহোকে ধরে রাখতে কম চেষ্টা করেনি লিভারপুল। সবশেষ স্কোয়াডের সঙ্গে দুবাইতে উষ্ণ আবহাওয়ার ক্যাম্পে সফর করেননি তিনি। যা গুঞ্জনের বাতাসে বাড়তি মাত্রা যুক্ত করে। সেটিই এখন চূড়ান্ত পরিণতি পেল। কুতিনহো এখন বার্সার। তাকে ৭ নম্বর জার্সিতে দেখা যেতে পারে।

কুতিনহোর ভিত্তি মূল্য ধরা হয়েছে ১২০ মিলিয়ন ইউরো। পারফরম্যান্স ও ম্যাচ উপস্থিতি সম্পর্কিত আনুষাঙ্গিক আরও ৪০ মিলিয়ন। সব মিলিয়ে ১৬০ মিলিয়ন ইউরো (১৬ কোটি ইউরো) টাকার অঙ্কে ১৬০৩ কোটি ৮৮ লাখের বেশি!