• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

প্রস্তুতি ম্যাচের প্রাপ্তি

তামিমের সেঞ্চুরি, রুবেল-রনির দ্যুতিময় বোলিং

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ জানুয়ারি ২০১৮, ২২:২০

৮ বছর পর দেশের মাটিতে বসছে ত্রিদেশীয় সিরিজ। শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ সামনে রেখে আজ নিজেদের মধ্যে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচে অংশ নেয় বাংলাদেশ। সাকিব আল হাসানের লাল দল তামিমের সেঞ্চুরি ও রুবেল-রনির দ্যুতিময় বোলিংয়ে মাশরাফির সবুজ দলকে পরাজিত করেছে।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দিবারাত্রির ম্যাচে টসে হেরে ব্যাট করতে নামে সাকিব আল হাসানের লাল দল। দলের হয়ে দারুণ সেঞ্চুরি করেন তামিম ইকবাল। তার সেঞ্চুরিতে ভর করে লাল দল নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩২০ রানের বড় সংগ্রহ গড়ে।

এদিন বল ও ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ ছিল মাশরাফির সবুজ দল। ৩২১ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই সুবিধা করতে পারেনি মাশরাফি বিন মর্তুজার সবুজ দল। ৪৩.২ ওভারে তাদের ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৮৩ রানে। ফলে ১৩৭ রানের বড় হার নিয়ে ম্যাচটি শেষ করে সবুজ দল।

মাশরাফির দলের পক্ষে সর্বোচ্চ রান করেন মুশফিকুর রহিম। টাইগার উইকেটরক্ষক দুই দলেই ব্যাটিং করেছেন। সাকিবের দলের পক্ষে শুন্য রানে ফিরলেও দ্বিতীয়বার সুযোগ পেয়ে হার না মানা ৪৪ রান করেন তিনি। ৫৬ বলের ইনিংসে ২টি বাউন্ডারি হাঁকান মুশফিক।